কম খরচে ডাক্তারি পড়তে চান, মহারাষ্ট্রের এই কলেজে খরচ ৮.৪ লক্ষ থেকে কমে প্রায় অর্ধেক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
সে রাজ্যের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ এই বিষয়ে ফি-র নির্ধারণ করার জন্য অথরিটির কাছে আবেদন করেন৷
#মুম্বই: ফি রেগুলেটিং অথরিটি ঘোষণা করেছে, এমবিবিএস-এর পড়াশোনার জন্য অনেকটাই খরচ কমে যাচ্ছে মহারাষ্ট্রের সাংগলি প্রকাশ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে৷ এই বেতনের পরিমাণ কমছে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি৷ আগে এই কলেজে এমবিবিএস পড়ার জন্য খরচ করতে হয় ৮.৪ লক্ষ টাকা, সেটা কমে হচ্ছে ৪.৮ লক্ষ টাকা, সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে৷ রেগুলেটিং অথরিটি সাধারণত কোনও কলেজের পূর্ববর্তী বছরের খরচের পরিমাণের উপর নির্ভর করে সেই কলেজের ফির ঠিক করে, এক্ষেত্রেও সেটিই হয়েছে৷
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
সে রাজ্যের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ এই বিষয়ে ফি-র নির্ধারণ করার জন্য অথরিটির কাছে আবেদন করেন৷ বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি কলেজগুলি নিজেদের কলেজের ফি বৃদ্ধির জন্যই আবেদন করে৷ তবে এক্ষেত্রে সেই আবেদনে সাড়া না দিয়ে কলেজের ফির কমানোর সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ৷ আগামী শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্যই এই পরিবর্তিত বেতন নির্ধারিত করা হয়েছে৷
advertisement
advertisement
অসংখ্য বেসরকারি কলেজেই ফি বৃদ্ধি করা হয়েছে৷ কোথাও বেড়েছে ৫০ হাজার টাকা, কোথাও আবার ১.৫ লক্ষ টাকা৷ তবে ছ’টি কলেজ, তালেগাঁওয়ের MIMER, লাতুরের MIMER, সোলপুরের অশ্বিনী মেডিকেল কলেজ, নাসিকের এসএমবিটি কলেজ, চিপলুনের ওয়ালাওয়াকার কলেজ-সহ আরও কয়েকটি৷ এঁরা আগের বছরের মতোই ফি নিয়ে এবারে ভর্তি নেবে৷ তবে কমানো হয়নি ফি৷ এর আগেই জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দেশের সমস্ত প্রাইভেট কলেজকে বলা হয়, তাঁরা য়েন তাঁদের ৫০ শতাংশ আসনের ফি সরকারি কলেজের মতোই রাখে৷ তার প্রয়োগ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে৷
Location :
First Published :
October 10, 2022 6:31 PM IST