কম খরচে ডাক্তারি পড়তে চান, মহারাষ্ট্রের এই কলেজে খরচ ৮.৪ লক্ষ থেকে কমে প্রায় অর্ধেক

Last Updated:

সে রাজ্যের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ এই বিষয়ে ফি-র নির্ধারণ করার জন্য অথরিটির কাছে আবেদন করেন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#মুম্বই: ফি রেগুলেটিং অথরিটি ঘোষণা করেছে, এমবিবিএস-এর পড়াশোনার জন্য অনেকটাই খরচ কমে যাচ্ছে মহারাষ্ট্রের সাংগলি প্রকাশ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে৷ এই বেতনের পরিমাণ কমছে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি৷ আগে এই কলেজে এমবিবিএস পড়ার জন্য খরচ করতে হয় ৮.৪ লক্ষ টাকা, সেটা কমে হচ্ছে ৪.৮ লক্ষ টাকা, সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে৷ রেগুলেটিং অথরিটি সাধারণত কোনও কলেজের পূর্ববর্তী বছরের খরচের পরিমাণের উপর নির্ভর করে সেই কলেজের ফির ঠিক করে, এক্ষেত্রেও সেটিই হয়েছে৷
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
সে রাজ্যের বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ এই বিষয়ে ফি-র নির্ধারণ করার জন্য অথরিটির কাছে আবেদন করেন৷ বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি কলেজগুলি নিজেদের কলেজের ফি বৃদ্ধির জন্যই আবেদন করে৷ তবে এক্ষেত্রে সেই আবেদনে সাড়া না দিয়ে কলেজের ফির কমানোর সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ৷ আগামী শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্যই এই পরিবর্তিত বেতন নির্ধারিত করা হয়েছে৷
advertisement
advertisement
অসংখ্য বেসরকারি কলেজেই ফি বৃদ্ধি করা হয়েছে৷ কোথাও বেড়েছে ৫০ হাজার টাকা, কোথাও আবার ১.৫ লক্ষ টাকা৷ তবে ছ’টি কলেজ, তালেগাঁওয়ের MIMER, লাতুরের MIMER, সোলপুরের অশ্বিনী মেডিকেল কলেজ, নাসিকের এসএমবিটি কলেজ, চিপলুনের ওয়ালাওয়াকার কলেজ-সহ আরও কয়েকটি৷ এঁরা আগের বছরের মতোই ফি নিয়ে এবারে ভর্তি নেবে৷ তবে কমানো হয়নি ফি৷ এর আগেই জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশ দেশের সমস্ত প্রাইভেট কলেজকে বলা হয়, তাঁরা য়েন তাঁদের ৫০ শতাংশ আসনের ফি সরকারি কলেজের মতোই রাখে৷ তার প্রয়োগ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কম খরচে ডাক্তারি পড়তে চান, মহারাষ্ট্রের এই কলেজে খরচ ৮.৪ লক্ষ থেকে কমে প্রায় অর্ধেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement