গণিতে স্নাতক? চিন্তা নেই! ডেটা সায়েন্সে কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এনে দিল IIT দিল্লি!
- Published by:Tias Banerjee
Last Updated:
আইআইটি দিল্লি চালু করেছে ছ’মাসের অনলাইন সার্টিফিকেশন কোর্স ‘ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং’-এর উপর। গণিত বা স্ট্যাটিস্টিক্সে স্নাতকরা যোগ দিতে পারবেন। কোর্সটি ১৩ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেটা সায়েন্স এখন একুশ শতকের অন্যতম জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন ক্ষেত্র। আর সেই দুনিয়ায় পা রাখতে চাইলে, আপনার স্নাতক ডিগ্রি যদি গণিতে হয়ে থাকে—তাহলে সুযোগ একেবারে হাতের মুঠোয়! কারণ, গণিতের বিশ্লেষণাত্মক ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতাই ডেটা সায়েন্সের মূল ভিত্তি।
এই ভাবনাকে সামনে রেখেই আইআইটি দিল্লি (IIT Delhi) চালু করেছে ছ’মাসের এক বিশেষ সার্টিফিকেশন কোর্স— ‘ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং’-এর উপর। কোর্সটি শুরু হবে ১৩ জুলাই, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত, সম্পূর্ণ অনলাইনে।
advertisement
advertisement
✅ কারা এই কোর্সে যোগ দিতে পারবেন?
🧑🏫 ক্লাস ও প্রশিক্ষণ
advertisement
💰 কোর্স ফি ও আবেদন
advertisement
🔍 কেন করবেন এই কোর্স?
বর্তমানে চাহিদা যেমন বাড়ছে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের, তেমনই বাড়ছে উপযুক্ত দক্ষতা সম্পন্ন প্রার্থীর অভাবও। আর এই কোর্স ঠিক সেই অভাব পূরণ করতে সাহায্য করবে—বিশ্বমানের প্রশিক্ষণ, আইআইটি-র সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা—সবই এক কোর্সে।
তাই আর দেরি নয়! গণিতে স্নাতক ডিগ্রি থাকলেই ডেটা সায়েন্সে পথ তৈরি—তাও আবার আইআইটি-র হাত ধরে!
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 5:17 PM IST