গণিতে স্নাতক? চিন্তা নেই! ডেটা সায়েন্সে কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এনে দিল IIT দিল্লি!

Last Updated:

আইআইটি দিল্লি চালু করেছে ছ’মাসের অনলাইন সার্টিফিকেশন কোর্স ‘ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং’-এর উপর। গণিত বা স্ট্যাটিস্টিক্সে স্নাতকরা যোগ দিতে পারবেন। কোর্সটি ১৩ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

গণিতে স্নাতক? চিন্তা নেই! ডেটা সায়েন্সে কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এনে দিল আইআইটি দিল্লি!
গণিতে স্নাতক? চিন্তা নেই! ডেটা সায়েন্সে কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এনে দিল আইআইটি দিল্লি!
ডেটা সায়েন্স এখন একুশ শতকের অন্যতম জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন ক্ষেত্র। আর সেই দুনিয়ায় পা রাখতে চাইলে, আপনার স্নাতক ডিগ্রি যদি গণিতে হয়ে থাকে—তাহলে সুযোগ একেবারে হাতের মুঠোয়! কারণ, গণিতের বিশ্লেষণাত্মক ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতাই ডেটা সায়েন্সের মূল ভিত্তি।
এই ভাবনাকে সামনে রেখেই আইআইটি দিল্লি (IIT Delhi) চালু করেছে ছ’মাসের এক বিশেষ সার্টিফিকেশন কোর্স‘ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং’-এর উপর। কোর্সটি শুরু হবে ১৩ জুলাই, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত, সম্পূর্ণ অনলাইনে
advertisement
advertisement

✅ কারা এই কোর্সে যোগ দিতে পারবেন?

  • গণিত বা স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতকরা
  • সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত শিক্ষার্থীরা
  • ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে ইতিমধ্যে কাজ করছেন, কিন্তু আরও দক্ষতা বাড়াতে আগ্রহী পেশাজীবীরাও
  • 🧑‍🏫 ক্লাস ও প্রশিক্ষণ

    • প্রতি সপ্তাহে ৩ ঘণ্টা করে অনলাইন ক্লাস, আইআইটির প্রথিতযশা অধ্যাপকদের কাছ থেকে
    • advertisement
    • ক্লাস হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
    • থাকবে হাতে-কলমে প্রজেক্ট, রিয়েল টাইম অ্যাসাইনমেন্ট ও বিশেষজ্ঞদের গাইডেন্স
    • 💰 কোর্স ফি ও আবেদন

      • মোট খরচ: ₹১,৫০,০০০
      • আবেদন শুরুতে দিতে হবে ₹১৫,০০০
      • বাকি ফি তিন ধাপে (জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) জমা দেওয়ার সুযোগ
      • অনলাইনেই আবেদন করতে হবে, ওয়েবসাইট: cepqip.iitd.ac.in
      • advertisement
      • ওখানেই পাওয়া যাবে বিস্তারিত বিজ্ঞপ্তি ও শর্তাবলি
      • 🔍 কেন করবেন এই কোর্স?

        বর্তমানে চাহিদা যেমন বাড়ছে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের, তেমনই বাড়ছে উপযুক্ত দক্ষতা সম্পন্ন প্রার্থীর অভাবও। আর এই কোর্স ঠিক সেই অভাব পূরণ করতে সাহায্য করবে—বিশ্বমানের প্রশিক্ষণ, আইআইটি-র সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা—সবই এক কোর্সে।
        তাই আর দেরি নয়! গণিতে স্নাতক ডিগ্রি থাকলেই ডেটা সায়েন্সে পথ তৈরি—তাও আবার আইআইটি-র হাত ধরে!
        view comments
        বাংলা খবর/ খবর/শিক্ষা/
        গণিতে স্নাতক? চিন্তা নেই! ডেটা সায়েন্সে কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ এনে দিল IIT দিল্লি!
        Next Article
        advertisement
        Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
        বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
        • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

        • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

        • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

        VIEW MORE
        advertisement
        advertisement