Women Job: গ্র্যাজুয়েট হলেই হবে, মোটা টাকার মাইনে, শুধুমাত্র মহিলাদের জন্য সুযোগ, জেনে নিন interview ডেট
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মূলত তিন বছরের স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন জানাতে পারবেন মহিলারা। মোটা অঙ্ক বেতনে এই চাকরি সুযোগ রয়েছে রেল শহর খড়্গপুরে এই বিশেষ প্রতিষ্ঠানে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: এবার পশ্চিম মেদিনীপুর জেলায় মেয়েদের জন্য কাজের সুযোগ। ওয়াক অন ইন্টারভিউর মধ্য দিয়ে মিশন শক্তি প্রকল্পের অধীন এক বিশেষ প্রজেক্টে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে প্রবুদ্ধ ভারতী শিশুতীর্থ। শুধুমাত্র স্নাতক পাস থাকলেই নিয়োগ করা হবে এই বিশেষ পদের জন্য। মূলত মহিলাদের জন্যই এই কাজের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ চাকরির কথা জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, প্রবুদ্ধ ভারতী শিশুতীর্থ নামক প্রতিষ্ঠানে মিশন শক্তি প্রকল্পের অধীন শক্তিসদন প্রকল্পের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। মূলত তিন বছরের স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন জানাতে পারবেন মহিলারা। মোটা অঙ্ক বেতনে এই চাকরি সুযোগ রয়েছে রেল শহর খড়্গপুরে এই বিশেষ প্রতিষ্ঠানে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে একজন মহিলাকে। ইন্টারভিউএর মধ্য দিয়ে নিয়োগ করা হবে এই বিশেষ পদে। প্রতিমাসে ১৪ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে নিযুক্ত একজন মহিলাকে। সরকারি বা বেসরকারি দফতরে কম্পিউটারে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে।
advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, ২৮ আগস্ট সকাল ১০ টা থেকে ইন্টারভিউ মধ্য দিয়ে একজন কর্মীকে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। খড়্গপুরের এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দ্বারা বাছাই করা হবে উপযুক্ত আবেদনকারীকে। বিশদে জেলা প্রশাসনের মূল ওয়েবসাইটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 8:18 PM IST