ICSE Result 2025 Date: লক্ষ লক্ষ পড়ুয়া অপেক্ষায়, ICSE পরীক্ষার ফলপ্রকাশ কবে? দিনক্ষণ জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ICSE Result 2025 Date: ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির ফলাফল প্রকাশ পাবে কবে?
কলকাতা: ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির ফলাফল প্রকাশ পাবে কবে? বোর্ড সূত্রে খবর, আগামী মে মাসেই প্রকাশিত হতে চলেছে আইসিএসই পরীক্ষার ফল। গত বছর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ৬ মে, আইএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৪ মে। সে কারণে মনে করা হচ্ছে, আগামী মে মাসেই প্রকাশিত হতে চলেছে ফলাফল। যদিও বোর্ড থেকে এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি।
২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। ২০২৫ সালের আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) বোর্ড। আইসিএসই পরীক্ষা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে। চলে ৫ এপ্রিল পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায়-কখন-কোন লিঙ্কে রেজাল্ট দেখা যাবে? এক ক্লিকে জানুন
এবার আইসিএসই-তে মোট পরীক্ষার্থী ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪। তার মধ্যে ছাত্র ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬। মোট স্কুল ২,৮০৩টি। এর মধ্যে রয়েছে ভারত এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন স্কুল। বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। আবার কিছু পরীক্ষা হয় সকাল ১১টা থেকে। সময়সীমা ছিল তিন ঘণ্টা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘পাক মাটিতে লস্কর নেই’, পহেলগাঁও হামলার পরে ফের নির্লজ্জ দাবি পাকিস্তানের! ‘অল-আউট-যুদ্ধ’-র হুমকি ভারতকে?
আইএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৬৭ হাজার। ছাত্র ৫২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা ১,৪৬১। এর মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিভিন্ন স্কুল। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার এর সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। সময়সীমা ছিল তিন ঘণ্টা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 2:56 PM IST