ICAR-IIWM-এ গবেষণার সুযোগ! নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

Last Updated:

ICAR-IIWM Recruitment 2021: প্রতিষ্ঠানের তরফে আগামী ২৬ নভেম্বর, ২০২১ তারিখে ইন্টারভিউয়ের দিন নির্ধারণ করা হয়েছে।

Photo Courtesy: ICAR
Photo Courtesy: ICAR
#নয়াদিল্লি: সম্প্রতি আইসিএমআর- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্টের (ICAR-Indian Institute of Water Management) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রিসার্চ ফেলোশিপ (senior research fellowship) এবং ইয়ং প্রফেশনাল (Young Professional) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ICAR-IIWM Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে আগামী ২৬ নভেম্বর, ২০২১ তারিখে ইন্টারভিউয়ের দিন নির্ধারণ করা হয়েছে।
advertisement
ICAR-IIWM Recruitment 2021: বিশেষ ঘোষণা
advertisement
প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে ICAR-এর গাইডলাইনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ICAR-IIWM Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত সিনিয়র রিসার্চ ফেলোশিপ এবং ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে।
ICAR-IIWM Recruitment 2021: ইন্টারভিউ সংক্রান্ত নির্দেশ
advertisement
প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় এক কপি বর্তমান ফটোগ্রাফ সহ বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নিজেদের নাম রিপোর্ট করে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: আইসিএমআর- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট (ICAR-Indian Institute of Water Management)
advertisement
পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলোশিপ এবং ইয়ং প্রফেশনাল
শূন্যপদের সংখ্যা: ৭
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: চুক্তি বা প্রজেক্ট ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
ইন্টারভিউয়ের দিন: ২৬.১১.২০২১
ICAR-IIWM Recruitment 2021: প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেহেতু এটি মূলত চুক্তি ভিত্তিক নিয়োগ তাই নির্দিষ্ট প্রজেক্ট/ স্কিম বা রিসার্চের সময়সীমা বা চুক্তির মেয়াদ যেটি আগে আসবে সেই অনুযায়ী প্রার্থীদের কাজের সময়সীমা শেষ হবে।
advertisement
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা বয়সসীমা, বেতনক্রম, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে https://www.iiwm.res.in/recruitment/walkin_26112021.pdf গিয়ে করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICAR-IIWM-এ গবেষণার সুযোগ! নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement