HS Examination 2024: এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা: সূত্র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Higher Secondary(HS) Result 2024 Date : ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷
এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে। রাজ্যের পক্ষ থেকে সবুজ সঙ্কেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।
advertisement
advertisement
ফল প্রকাশ হলেও ছাত্রছাত্রীদের সংবর্ধনা বা ফোন করে শুভেচ্ছা জানাতে পারবে কি রাজ্য সরকার? তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য বলেই সূত্রের খবর ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 12:42 PM IST