HS Exam 2024: উচ্চ মাধ্যমিকে একের পর এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, এখনও পর্যন্ত ১৭ নাম সংসদের হাতে! কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

HS Exam 2024: ফের তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তিনজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র ঢুকেছিল বলে অভিযোগ।

১৭ জনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল (প্রতীকী ছবি)
১৭ জনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল (প্রতীকী ছবি)
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের ধারা অব্যাহত। আজ ফের তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তিনজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র ঢুকেছিল বলে অভিযোগ। পরীক্ষার ঘরেই মোবাইল ফোন নিয়ে ধরা পড়ে এই তিন পরীক্ষার্থী। তারপরই ওই ৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এখনও পর্যন্ত মোট ১৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম দিন ৫ জনের, দ্বিতীয় দিন কারও পরীক্ষা বাতিল হয়নি। ফের তৃতীয় দিনে ৩ জনের পরীক্ষা বাতিল করা হয়, চতুর্থ দিন বাদ ছিল বাতিল, ফের পঞ্চম দিন ৬ জন ও ষষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার আরও ৩ জনের পরীক্ষা বাতিল করেছে সংসদ। এখনও পর্যন্ত এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট ১৭ জনের পরীক্ষা বাতিল হয়েছে বলে সংসদ সূত্রে দাবি।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
গত শুক্রবারই শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তারপরেও কীভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ।
advertisement
advertisement
নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও পরিক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়েন পরীক্ষাকেন্দ্রের ভেতর, ভেনু চত্বরে তবে তার গোটা পরীক্ষা বাতিল এক বছরের জন্য। বাকি দিনগুলিতে পরীক্ষা দিতে পারবেন না তিনি। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি-সহ সেই ধরনের সমস্ত ডিভাইস নিষিদ্ধ পরীক্ষাকেন্দ্রে। এ বছরের মাধ্যমিক পরীক্ষাতেও একাধিক পরীক্ষা বাতিলের ঘটনা সামনে এসেছে। উচ্চ মাধ্যমিকেও সেই ‘অপরাধ’-এর ঘটনা বজায় থাকল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2024: উচ্চ মাধ্যমিকে একের পর এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, এখনও পর্যন্ত ১৭ নাম সংসদের হাতে! কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement