HS exam 2024: আরও কড়া সংসদ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এবার বিরাট নিয়ম বদল! প্রশ্ন ফাঁসে ইতি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
HS exam 2024: উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে নয়া ব্যবস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে সংসদ। এবার শুধু স্পর্শকাতর নয়, রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসাবে সংসদ।
মালদহ: উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে নয়া ব্যবস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে সংসদ। এবার শুধু স্পর্শকাতর নয়, রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর বসাবে সংসদ।
পরীক্ষার নিয়মেও আসছে একাধিক বদল। মালদহে আয়োজিত একটি সভায় এমনটাই ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। নয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন তিনি।
সূত্রের খবর, পূর্বে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত। কিন্তু, এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে।
advertisement
advertisement
একইসঙ্গে গত বছরের মতো প্রশ্নপত্রে বারকোড, সিরিয়াল নাম্বার এবং কিউ আর কোড-সহ একাধিক উন্নতমানের সিকিউরিটি ফিচার যুক্ত করা থাকবে। মালদহে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
উল্লেখ্য, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষক – শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2024 8:07 PM IST