H. S Exam 2024: আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল! মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় 'বড়' শাস্তি সংসদের

Last Updated:

গত তিনদিনে এখনও পর্যন্ত মোট চারজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল কর়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

ফের পরীক্ষা বাতিল
ফের পরীক্ষা বাতিল
কলকাতা: উচ্চ মাধ্যমিক  চলাকালীন পরীক্ষা বাতিলের ধারা অব্যাহত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনেও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হল। সোমবার উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজির পরীক্ষা ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার এক স্কুলে  ফোন নিয়ে ধরা পড়ে পরীক্ষার্থী। গত তিনদিনে এখনও পর্যন্ত মোট চারজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল কর়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওঠে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। তার ফলেই পরীক্ষা বাতিল করা হয় অভিযুক্ত পরীক্ষার্থীর। এরপর আরও দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়।  প্রশ্নপত্র ছবি তোলার জন্য নয়, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র গিয়েছিল এই দুই পরীক্ষার্থী। আর তার জেরেই পরীক্ষা বাতিল হয়।
advertisement
advertisement
মাধ্যমিক চলাকালীনও মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হয়। সাম্প্রতিক সময় এই নজির প্রথম বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। মাধ্যমিকে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরালের অভিযোগে মোট ৩৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
H. S Exam 2024: আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল! মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় 'বড়' শাস্তি সংসদের
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement