HS Exam 2023: উচ্চ মাধ‍্যমিকের ফলাফল কবে? পরীক্ষা শুরুর আগেই জানিয়ে দিলেন সংসদ সভাপতি

Last Updated:

HS Exam 2023: চলতি বছর উচ্চ মাধ‍্যমিক শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী।

উচ্চ মাধ‍্যমিকের ফলাফল কবে? পরীক্ষা শুরুর আগেই জানিয়ে দিলেন সংসদ সভাপতি
উচ্চ মাধ‍্যমিকের ফলাফল কবে? পরীক্ষা শুরুর আগেই জানিয়ে দিলেন সংসদ সভাপতি
কলকাতাঃ আর বাকি তিন দিন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। চলতি বছর উচ্চ মাধ‍্যমিক শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র-ছাত্রীরা। আর পরীক্ষা শুরুর আগেই ফলাফল ঘোষণা করে দেওয়া হল সংসদের পক্ষ থেকে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এবছর ফলপ্রকাশ অনেকটাই তাড়াতাড়ি করা হবে। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়।" প্রতিবছর ১০ জুনের আগে-পিছে উচ্চ মাধ‍্যমিকের ফল ঘোষণা করা হয়। এবছর সংসদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহতেই ফল ঘোষণা করার।
advertisement
advertisement
প্রতিবছর অন্যান্য বোর্ড যেমন সিবিএসই বা আইএসসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তুলনায় বেশ কিছুদিন আগেই ফলাফল ঘোষণা করে দেয়। যার ফলে কলেজগুলোতেও ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়ে যায়। তাই, ফলাফল দেরিতে বেড়নোর কারণে বিপাকে পড়তে হয় রাজ‍্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের। তাঁদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পুরো প্রক্রিয়া তাড়াতাড়ি করার জন‍্য ৫০,০০০ ও বেশি পরীক্ষক নিয়োগ করা হচ্ছে এবছর।
advertisement
আরও পড়ুনঃ দুমাস পর অস্থায়ী উপাচার্য নিয়োগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
কোনও রকম অশান্তি, প্রশ্ন পত্র ফাঁস হওয়া, টুকলির মতো বিষয় এড়াতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষভাবে সতর্ক হয়েছে। প্রশ্নপত্র, ফাঁস হওয়া আটকাতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কাউন্সিলের তরফ থেকে প্রতিনিধিরা থাকবেন। প্রত্যেক বছরের মত এ বছরও জানানো হয়েছে, কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল বা কোনও রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষকদের। তাছাড়াও পুলিশি নিরাপত্তা আরও বেশি কড়া বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2023: উচ্চ মাধ‍্যমিকের ফলাফল কবে? পরীক্ষা শুরুর আগেই জানিয়ে দিলেন সংসদ সভাপতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement