HPSSC Recruitment 2021: স্টাফ সিলেকশন কমিশনে মেগা রিক্রুটমেন্ট! ৫৫৪ শূন্যপদে নিয়োগের ঘোষণা

Last Updated:

প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে।

#কলকাতা: সম্প্রতি হিমাচল প্রদেশ স্টাফ সিলেকশন কমিশনের (Himachal Pradesh Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট (Junior Office Assistant) ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
 হিমাচল প্রদেশ স্টাফ সিলেকশন কমিশন (HPSSC) শূন্যপদের সংখ্যা ৫৫৪টি
পদের নাম:জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য
শূন্যপদের সংখ্যা:৫৫৪
কাজের স্থান:হিমাচল প্রদেশ
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:০৬.১২.২০২১
শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ০৫.০১.২০২২
মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনিশিয়ান:১০টি পদ
ইনভেস্টিগেটর:৩টি পদ
স্টেনো টাইপিস্ট:৬৬টি পদ
ল্যাবোরেটরি টেকনিশিয়ান: ১টি পদ
ফিল্ড ইনভেস্টিগেটর:১টি পদ
জুনিয়র স্কেল স্টেনোগ্রাফার:১টি পদ
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ৭৮টি পদ
স্টাফ নার্স:৮৫টি পদ
advertisement
রেডিওগ্রাফার:৪টি পদ
ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট:১৬টি পদ
অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট:১৮টি পদ
স্যানিটারি ইন্সপেক্টর:৬টি পদ
জুনিয়র টেকনিশিয়ান (ওয়েভিং মাস্টার/ ইন্সট্রাক্টর):৩টি পদ
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (আইটি):২০০টি পদ
অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইন্সপেক্টর:২টি পদ
জুনিয়র ড্রটসম্যান (ইলেকট্রিক্যাল):৩টি পদ
ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি): ৩টি পদ
মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনিশিয়ান গ্রেফ-২: ২টি পদ
advertisement
অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট:২টি পদ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট:৬টি পদ
রেডিওগ্রাফার:৩টি পদ
স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট:৬টি পদ
জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিকাল):১২টি পদ
অ্যাকাউন্টেন্ট:৪টি পদ
লাইব্রেরিয়ান:১টি পদ
অ্যাকাউন্টেন্ট:১টি পদ
জুনিয়র অ্যাকাউন্টেন্ট:২টি পদ
মাইনিং ইন্সপেক্টর:৪টি পদ
advertisement
ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি): ৭টি পদ
বয়লার অপারেটর:৩টি পদ
মেডিকেল সোশ্যাল ওয়ার্কার:১টি পদ
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HPSSC Recruitment 2021: স্টাফ সিলেকশন কমিশনে মেগা রিক্রুটমেন্ট! ৫৫৪ শূন্যপদে নিয়োগের ঘোষণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement