#চণ্ডীগড়: সম্প্রতি হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের (Haryana Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লেকচারার এবং ফোরম্যান ইনস্ট্রাক্টর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।
HPSC Recruitment 2021: বিশেষ ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই নিয়োগের জন্য সার্ভিসেস রুলস এবং অ্যামেন্ডমেন্টস (এই বিজ্ঞাপনটি জারি হওয়া পর্যন্ত) হরিয়ানার টেকনিক্যাল এডুকেশন বিভাগের (Technical Education Department) ওয়েবসাইটে http://techeduhry.gov.in উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন: মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির পাবলিক সার্ভিস কমিশন, কী ভাবে আবেদন করবেন?
সরাসরির আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে এই লিঙ্কটি দেওয়া হয়েছে- http://hpsc.gov.in/en-us/Instructions
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (Haryana Public Service Commission) |
পদের নাম: | লেকচারার এবং ফোরম্যান ইনস্ট্রাক্টর |
শূন্যপদের সংখ্যা: | ৪৩৭ |
কাজের স্থান: | হরিয়ানা |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০৬.০১.২০২২
আরও পড়ুন: UPSC-তে স্বপ্নের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন
ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করে দেখতে পারেন- http://hpsc.gov.in/Portals/0/Advt_No_11_2021_Lect_Tech_Edu_1.pdf
HPSC Recruitment 2021: আবেদন পদ্ধতি
চাকরির জন্য আবেদন করার আগে প্রার্থীদের চাকরির বিজ্ঞপ্তিটি সঠিকভাবে দেখতে হবে।
• প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে hpsc.gov.in যেতে হবে
• এর পর আবেদনপত্রের লিঙ্কে ক্লিক করতে হবে
• আবেদনপত্রে প্রার্থীদের প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে
• পূরণের পর বর্তমান সময়ের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে
• আবেদনপত্র সাবমিট করতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
HPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
HPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪৩৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।