Mathematics: অঙ্ক কী কঠিন! এবার অঙ্ক কষতে এক বিন্দু ভায় পাবে না কেউ, আসছে নতুন উপায়, জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
অঙ্ক বা গণিতে ভয় পায়না এমন ছাত্র-ছাত্রী খুবই কম রয়েছে। দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক করার পর ধীরে ধীরে উচ্চ শিক্ষায় গণিত বিষয়টিকে এড়িয়ে যান অনেকেই। এই ভয় কিভাবে কাটবে তা নিয়ে শিক্ষাবিদরা আলোচনা শুরু করেছেন।
দক্ষিণ ২৪ পরগনা: অঙ্ক বা গণিতে ভয় পায় না এমন ছাত্র-ছাত্রী খুবই কম রয়েছে। দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক করার পর ধীরে ধীরে উচ্চ শিক্ষায় গণিত বিষয়টিকে এড়িয়ে যান অনেকেই। এই ভয় কীভাবে কাটবে তা নিয়ে শিক্ষাবিদরা আলোচনা শুরু করেছেন।
সমীক্ষায় উঠে এসেছে গণিতে স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা করছে এমন ছাত্র-ছাত্রী খুবই কম রয়েছে। এর কারণ হিসেবে উঠে এসেছে অঙ্ক বিষয়টিকে ভয় পাওয়ার কথা। এছাড়াও নীচু শ্রেণীর অঙ্কের সিলেবাসের সঙ্গে উচ্চ শিক্ষার পাঠক্রমের বিস্তর ফারাকের কথা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
নিউ আলিপুর কলেজ ও জেআইস ইউনিভার্সিটির সহযোগিতায় গণিত শিক্ষা-বীক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচিত সভায় উঠে আসে আন্তর্জাতিক স্তরে গণিত নিয়ে যে ভীতি কাটানোর ব্যবস্থা রয়েছে তা জাতীয় স্তরে প্রয়োগ করার উপায়।
advertisement
এই বিষয়ে প্রাথমিক ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বড় ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনাও করা হয়েছে। তাদের মতামত নেওয়া হয়েছে। এখানে উপস্থিত ছিলেন এসসিআরটি ডাইরেক্টর ডঃ চন্দ্রা রায়, প্রাথমিক শিক্ষা সংসদের ডেপুটি ডিরেক্টর পার্থ কর্মকার, কল্যানী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ কল্লোল পাল, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ ধ্রুবজ্যোতি চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
আরও পড়ুনChocokadambo Sweets: ‘রস’ বদলে গেছে চকোলেটে! মুখে দিলেই মিলিয়ে যাবে, ছোট-বড় সকলের প্রিয় চকোকদম্ব
এই কাজ করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যানী বিশ্ববিদ্যালয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আলিয়া বিশ্ববিদ্যালয়, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গের ১৬ টি জেলার ১৫০ টি কেন্দ্রের মধ্যে দিয়ে। মূলত জীবনের অধিকাংশ ক্ষেত্রে অঙ্ক থাকলেও বাস্তবে কেনো অঙ্ক ভীতি তা জানতেই শুরু হয়েছে এই কর্মসূচি।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 8:02 PM IST