Chocokadambo Sweets: 'রস' বদলে গেছে চকোলেটে! মুখে দিলেই মিলিয়ে যাবে, ছোট-বড় সকলের প্রিয় চকোকদম্ব
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
একটি মিষ্টিতেই মিলছে একাধিক স্বাদ। চিনি ক্ষীর দিয়ে চকোকদম্ব তৈরি করে নজর কাড়ছেন মালদহের বুলবুলচন্ডি এলাকার বাসিন্দা অলোক পাল।
advertisement
advertisement
advertisement
advertisement
চকোকদম্ব প্রস্তুতকারক অলোক পাল জানান, "তিন বছর ধরে এই চকোকদম্ব তৈরি করছি। তার আগে থেকেই প্রায় ৪০ বছর ধরে মিষ্টি তৈরি করি। প্রথমে রসকদম্ব তৈরি করতাম। সেটি থেকেই নতুন ভাবনা আসে নতুন কিছু তৈরি করার। তাই রসকদম্বের মতই চিনি ক্ষীরের উপর চকো পাউডার দিয়ে চকোকদম্ব তৈরি করি। বর্তমানে অনেক জায়গায় পাওয়া যায়। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই পথ ধরে স্কুলের পড়ুয়ারা প্রায় এই চকোকদম্ব খেতে আসেন। তবে বড়দের থেকে ছোটদের কাছে বেশি চাহিদা এই চকোকদম্বের।"
advertisement
advertisement