How to prepare for NEET: NEET দিচ্ছেন? পরীক্ষার এই খুঁটিনাটিগুলো মাথায় রাখলেই, সাফল‍্য কেউ আটকাতে পারবে না

Last Updated:

How to prepare for NEET: স্বাভাবিকভাবে খুব সন্তর্পনে দিতে হয় এই পরীক্ষা। জীব বিদ্যায় ৯০ টি প্রশ্নপত্র, রসায়নে ৪৫ টি এবং পদার্থবিদ্যায় ৪৫ টি প্রশ্ন থাকে। বিভিন্ন স্থানীয় ভাষায় পরীক্ষা হয়। ১৮০ টি প্রশ্ন ১৮০ মিনিট বা তিন ঘন্টায় দিতে হয়। 

+
ছবি:

ছবি: এআই 

পশ্চিম মেদিনীপুর: মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই সময় থেকে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়ার জন্য নিজেকে তৈরি করে। তবে সর্বপ্রথম শুরু হয় তাদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনা। অংক, জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই চারটি বিষয় নিয়ে মাধ্যমিকের পরেই শুরু হয় পড়াশোনা। তবে, ডাক্তারি পড়াশোনায় দিতে হয় পরীক্ষা। জাতীয় এই প্রবেশিকা পরীক্ষাকে বলে নিট(NEET)। এই নিট পরীক্ষা দেওয়ার জন্য বেশ অনেক অংশ ছেলে-মেয়ে প্রস্তুতি নেয়। কেউ মাধ্যমিকের আগে থেকে কেউ আবার মাধ্যমিকের পর এই প্রস্তুতি নেয়। তবে, তাঁদের কাছে বিশাল চাপের থাকে এই প্রবেশিকা। এই প্রবেশিকা দিতে গেলে কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত? কত নম্বরের পরীক্ষা হয়? তা সবিস্তারে তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর তিওয়ারি।
প্রসঙ্গত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত পড়াশোনা করার প্রবণতা থাকে। তবে শিক্ষকের বক্তব্য যেকোনও টেক্সট বই খুঁটিয়ে পড়লে অনায়াসে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। এর পাশাপাশি বিগত বছরগুলির প্রশ্নপত্র এবং এনসিইআরটি(NCERT) বই থেকে ভালোভাবে প্রস্তুতি দিলে অনায়াসে ভালো নম্বর পেয়ে পাশ করা যাবে। শুধু তাই নয়, পূরণ হবে নিজেদের স্বপ্ন।
advertisement
advertisement
প্রসঙ্গত মাধ্যমিক দেওয়ার পর বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করে অধিকাংশ ছেলে মেয়ে। তাদের মধ্যে বেশকিছুজনের টার্গেট থাকে ডাক্তারি এবং বেশ কয়েকজনের থাকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতেই মাধ্যমিকের পর শুরু হয় জোর প্রস্তুতি। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দিতে হয় মোট ৭২০ নাম্বারে প্রশ্নপত্র থাকে। তিনটি বিষয় মিলিয়ে মোট ১৮০ টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান থাকে ৪ নম্বর। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। সে ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ৪ থাকলেও ভুল উত্তরে ১ নম্বর কাটা যায়।
advertisement
আরও পড়ুনঃ রোজ সকালে খালি পেটে খান ঠিক ‘৫টা’ কুমড়োর বীজ! জীবনে এমন পরিবর্তন আসবে, যা ভাবতেও পারবেন না…
স্বাভাবিকভাবে খুব সন্তর্পনে দিতে হয় এই পরীক্ষা। জীব বিদ্যায় ৯০ টি প্রশ্নপত্র, রসায়নে ৪৫ টি এবং পদার্থবিদ্যায় ৪৫ টি প্রশ্ন থাকে। বিভিন্ন স্থানীয় ভাষায় পরীক্ষা হয়। ১৮০ টি প্রশ্ন ১৮০ মিনিট বা তিন ঘন্টায় দিতে হয়। স্বাভাবিকভাবে কঠোর অধ্যবসায় এবং কড়া অনুশীলন থাকলে অনায়াসে ভালো নম্বর পাওয়া যাবে নিট পরীক্ষায়। ভরতিহওয়া যাবে ডাক্তারি পড়াশোনায়।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
How to prepare for NEET: NEET দিচ্ছেন? পরীক্ষার এই খুঁটিনাটিগুলো মাথায় রাখলেই, সাফল‍্য কেউ আটকাতে পারবে না
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement