Panchayet: ‘পঞ্চায়েত’ দেখেছেন? ‘সচিব জি’ হতে চান? কী পরীক্ষা দিতে হয়? বেতন কত? সব জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Government Job: কীভাবে পাওয়া যেতে পারে এই গ্রাম পঞ্চায়েতের সচিবের চাকরি? এই সরকারি চাকরি পাওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হয়
একেবারে সাদামাটা গল্প, গ্রামের পরিবেশ, কোনও কিছু অতিবাহুল্য ছাড়াই দেশের ওয়েব সিরিজের দুনিয়ায় সাড়া ফেলে দেয় ‘পঞ্চায়েত’। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেরিয়ে এই সিরিজের চতুর্থ সিজনও হিট।
সকলের মুখে মুখেই এখন ‘সচিব জি’ (এই চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার), প্রধান জি (রঘুবীর যাদব), মঞ্জু দেবী (নীনা গুপ্তা)-র মতো প্রতিটি চরিত্র। তবে নায়ক হিসেবে এই ওয়েবসিরিজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘সচিব জি’ ওরফে জিতেন্দ্র।
যারা সিরিজটি দেখেছেন বা দেখেননি অনেকের মনেই দানা বেঁধেছে একটি প্রশ্ন। কীভাবে পাওয়া যেতে পারে এই গ্রাম পঞ্চায়েতের সচিব? এই সরকারি চাকরি পাওয়ার জন্য কোন পরীক্ষা দিতে হয়?
advertisement
advertisement
পঞ্চায়েত সচিব বা পঞ্চায়েত সেক্রেটারি-র পদ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের একটি সরকারি পদ। বাংলার গ্রামের পঞ্চায়েত অফিসেও রয়েছে এই পদ। গ্রামীণ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেন পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রুটিন মাফিক কাজ (যেমন গ্রাম সভার মিটিংয়ের আয়োজন, রেকর্ড রাখা এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন)-এ সাহায্য করেন।
advertisement
প্রতিটি রাজ্যের গ্রাম পঞ্চায়েত সচিব বা পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। রাজ্য সরকারের অন্যান্য চাকরির মতোই একই সুবিধা পেয়ে থাকেন এই পদে কর্মরতরা। প্রতিটি রাজ্যে বেতন আলাদা হয়।
আরও পড়ুন: দুর্নীতি হলে কি আমরা চোখ বন্ধ করে থাকব? ৩২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতির
advertisement
প্রার্থীদের রাজ্য সরকার বা সংশ্লিষ্ট পঞ্চায়েতি রাজ বিভাগ দ্বারা আয়োজিত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মতো রাউন্ডস অন্তর্ভুক্ত থাকে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে বেতনও।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 5:37 PM IST