উচ্চ মাধ্যমিকের মাত্র ৭ দিনের মাথায় রিভিউ শেষ! স্ক্রুটিনির ফল কবে প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ১৪ মে তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করবে। ৭ মে থেকে ১১ মে পর্যন্ত ১১,৫৬৩ জন আবেদন করেন। নতুন শর্তের কারণে এবারের আবেদন সংখ্যা কমেছে।
উচ্চ মাধ্যমিকের মূল ফল প্রকাশের মাত্র সাত দিনের মাথায় তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামীকাল, ১৪ মে দুপুর ৩টে নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে। যাঁরা তৎকাল পরিষেবায় আবেদন করেছিলেন, তাঁরা অনলাইনের মাধ্যমেই নিজেদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, ৭ মে মধ্যরাত থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল। রিভিউয়ের জন্য ৫,৪৫৯ জন এবং স্ক্রুটিনির জন্য ৬,১০৪ জন – মোট ১১,৫৬৩ জন ছাত্রছাত্রী এই পরিষেবায় আবেদন করেন।
advertisement
advertisement
তবে গত বছরের তুলনায় এবারে তৎকাল পরিষেবায় আবেদনকারী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এই পরিষেবায় ২২,৮৩৬ জন আবেদন করেছিলেন। সংসদের তরফে জানানো হয়েছে, এবারে একটি নতুন শর্ত আরোপ করা হয়েছিল, যার ফলে আবেদনকারীর সংখ্যা কমেছে। শর্ত ছিল, যে তিনটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া যাবে, সেই তিনটি বিষয়ের ভিত্তিতেই তৎকাল পরিষেবার আবেদন করা যাবে। যে বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করা হচ্ছে, সেটি বাদে বাকি তিন বিষয়ে সর্বোচ্চ গ্রেড থাকা আবশ্যক।
advertisement
অন্যদিকে, সাধারণ পদ্ধতিতে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন নেওয়া হচ্ছে এখনও। ২২ মে পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। এখনও পর্যন্ত সাধারণ পদ্ধতিতে ২২,৫৫৪ জন ছাত্রছাত্রী আবেদন করেছেন বলে সংসদ সূত্রে খবর।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 5:58 PM IST