Higher Secondary Result: রেকর্ড গড়ল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ
- Published by:Sayani Rana
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সর্বকালীন রেকর্ড সময়ে এবার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা: আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানালেন ফলপ্রকাশের দিন ও সময়। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সর্বকালীন রেকর্ড সময়ে এবার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী ৩১ মে ছাত্র-ছাত্রীরা মার্কশিট হাতে পাবে। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছিল লক্ষাধিক পরীক্ষার্থী। প্রতি বারের মতো এবারও রেজাল্ট দেখা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে। তাছাড়া রেজাল্ট এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে।
advertisement
advertisement
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষত অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা, স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো-সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলও সংসদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
advertisement
পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময়ে সেখানে হাজির থাকতে বলা হয়েছিল ভেনু সুপারভাইজার, কাউন্সিলের প্রতিনিধি এবং পুলিশ কর্মীকে। প্রশ্নপত্র নিয়ে আসা এবং উত্তরপত্র জমা দিতে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কাউন্সিলের সদস্য, ভেনু সুপারভাইজার, শিক্ষক, শিক্ষা কর্মীদের সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 1:23 PM IST