HS Examination Rules: টয়লেট যাওয়া নিয়ে নতুন নিয়ম...নিয়ম অ্যাডমিট কার্ড নিয়েও! উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেমের পরীক্ষার ২৩ পাতার বিধি প্রকাশ

Last Updated:

সাধারণত বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তাই সেই সময় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে হবে। অতীতে দেখা গেছে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে অল্প ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় সে দিকটা নজর রাখবে প্রশাসন।

News18
News18
কলকাতা: চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বছরে দু’বারতৃতীয় সেমেস্টরের পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর শেষ ২২ সেপ্টেম্বর। এ বছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে OMR সিটে। তার আগে পরীক্ষার নিরাপত্তা ও নিয়মাবলি নিয়ে ২৩ পাতার বিধি প্রকাশ করল শিক্ষা সংসদ। শিক্ষা সংসদের প্রকাশিত বিধিতে শিক্ষক ঘাটতি প্রসঙ্গ উঠে এসেছে। কোথাও যদি শিক্ষক ঘাটতি থাকে তাহলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকরাও ইনভিজিলেটর হিসেবে কাজ করতে পারবে বলে শিক্ষা সংসদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। তবে তাদের প্রত্যেকেই স্থায়ী পদের শিক্ষক হতে হবে।
advertisement
জানা গিয়েছে, এ বছর প্রথম অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। যা পরীক্ষার্থীরা নিজেরাই ডাউনলোড করতে পারবে। একজন পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড ভুলে গেলেও তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে না। পরীক্ষার্থীকে দ্বিতীয় দিন অ্যাডমিট কার্ড অবশ্যই আনতে হবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে। এ বছরের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু সেপ্টেম্বরে।
advertisement
advertisement
আগে ছিল কোন‌ও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। এ বার নয়াবিধিতে সেই নিয়মের ও পরিবর্তন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও পরীক্ষার্থীর খারাপ আচরণও তার সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের তাই পরীক্ষা চলাকালীন শৌচালায় যেতে পারবে না কোনও পরীক্ষার্থী।
advertisement
সাধারণত বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তাই সেই সময় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে হবে। অতীতে দেখা গেছে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে অল্প ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় সে দিকটা নজর রাখবে প্রশাসন।
advertisement
‌উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা এমন এলাকায় করতে হবে যেখানে বন্যার কোনও ইতিহাস নেই। কোন‌ও পরীক্ষা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে শেষ মুহূর্তে সেই কেন্দ্র পাল্টানো হতে হবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে। এ বারে ওএমআর শিট উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেটে করে ট্রেনে পাঠানো যাবে না। কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষা সংসদ। পরীক্ষার পর উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি ভাড়া করে পাঠাতে হবে। ক্যাম্প অফিস থেকে কাউন্সিল ওই উত্তরপত্র সংগ্রহ করে নেবে।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “উচ্চ মাধ্যমিক স্তরের মূল্যায়ন তৃতীয় ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে হবে। তৃতীয় সেমেস্টার একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এই পরীক্ষাটি হবে পুরোটাই ওএমআর শিটে। যেহেতু ঘোর বর্ষায় মধ্যে পরীক্ষা হবে তাই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বিধিতে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Examination Rules: টয়লেট যাওয়া নিয়ে নতুন নিয়ম...নিয়ম অ্যাডমিট কার্ড নিয়েও! উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেমের পরীক্ষার ২৩ পাতার বিধি প্রকাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • বাতাসে শীতের আমেজ

  • নামতে পারে তাপমাত্রাও !

  • রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement