উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়ে রদবদল! চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় মিলতে পারে ১০ মিনিট বেশি সময়! ভাবনা সংসদে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সংসদ সূত্রে খবর, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা।
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল। চতুর্থ সেমিস্টারের (সাপ্লিমেন্টারি)পরীক্ষার সময়ে ছাড় দেবেন কর্তৃপক্ষ। এই বিষয়ে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র।
তবে সংসদ সূত্রে খবর, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।
সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা।
advertisement
মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল তারা। দাবি উঠেছিল, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার। তারই প্রেক্ষিতে ১০ মিনিট অতিরিক্ত সময় পরীক্ষার সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
২০২৬-এর ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে। যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা।”
advertisement
আরও পড়ুন: বেতন ৩০ হাজার, পরীক্ষা ছাড়াই চাকরি! মালদহে কপাল খুলল ১০৩ চাকরিপ্রার্থীর, কীভাবে জানুন
নিয়ম অনুযায়ী, যে দিন চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সে দিনই দ্বিতীয় ভাগে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। এটি হবে ওএমআরশিটে। পরীক্ষা শুরু হবে দুপুর ১টা থেকে, শেষ হবে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে। এখানেও ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের দশ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ১ ঘন্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমিস্টার দু’ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনও নিয়ম পরিবর্তন হচ্ছে না। তারা ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবেন।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 2:14 PM IST









