Higher Secondary Examination 2023: উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা, সংসদের ঘোষিত নিয়মটি মানতেই হবে সকলকে

Last Updated:

Higher Secondary Examination 2023: এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে তল্লাশি করার নজিরবিহীন পদক্ষেপ সংসদের।

উচ্চ মাধ্যমিকে মেটাল ডিটেক্টর
উচ্চ মাধ্যমিকে মেটাল ডিটেক্টর
কলকাতা: প্রাথমিকের টেটের পর এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। সেই মর্মে নির্দেশ দেওয়া হল সংসদের পক্ষ থেকে৷
এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে তল্লাশি করার নজিরবিহীন পদক্ষেপ সংসদের। মূলত ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ করছে নাকি তা নিশ্চিত করতেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ঘটনা ঘটলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০ দফা গাইডলাইন পরীক্ষা কেন্দ্রগুলিকে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতেই রয়েছে এমন এক নদী, যার জল ছুঁতেও ভয় পায় মানুষ! কোথায় সেই নদী, কী সেই ঘটনা?
এ বারের উচ্চ-মাধ্যমিকে তার মানে প্রতিবারের মতো হচ্ছে না৷ এ বার থাকছে আরও আঁটোসাঁটো নিরাপত্তা৷ মাধ্যমিক পরীক্ষাও কড়া নিরাপত্তার মধ্যেই আয়োজন করা হয়েছিল৷ এ বারের মতো মাধ্যমিক হয়েছে নিরাপদেই৷ কোনওরকম বাধা-বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা৷ এ বারে উচ্চ-মাধ্যমিকের ক্ষেত্রেও সেই পারফর্মেন্স ধরে রাখতে চাইছে প্রশাসন৷
advertisement
Somraj Banerjee
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Examination 2023: উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা, সংসদের ঘোষিত নিয়মটি মানতেই হবে সকলকে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement