Higher Secondary Examination 2023: উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা, সংসদের ঘোষিত নিয়মটি মানতেই হবে সকলকে
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Higher Secondary Examination 2023: এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে তল্লাশি করার নজিরবিহীন পদক্ষেপ সংসদের।
কলকাতা: প্রাথমিকের টেটের পর এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। সেই মর্মে নির্দেশ দেওয়া হল সংসদের পক্ষ থেকে৷
এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে তল্লাশি করার নজিরবিহীন পদক্ষেপ সংসদের। মূলত ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ করছে নাকি তা নিশ্চিত করতেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ঘটনা ঘটলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০ দফা গাইডলাইন পরীক্ষা কেন্দ্রগুলিকে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতেই রয়েছে এমন এক নদী, যার জল ছুঁতেও ভয় পায় মানুষ! কোথায় সেই নদী, কী সেই ঘটনা?
এ বারের উচ্চ-মাধ্যমিকে তার মানে প্রতিবারের মতো হচ্ছে না৷ এ বার থাকছে আরও আঁটোসাঁটো নিরাপত্তা৷ মাধ্যমিক পরীক্ষাও কড়া নিরাপত্তার মধ্যেই আয়োজন করা হয়েছিল৷ এ বারের মতো মাধ্যমিক হয়েছে নিরাপদেই৷ কোনওরকম বাধা-বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা৷ এ বারে উচ্চ-মাধ্যমিকের ক্ষেত্রেও সেই পারফর্মেন্স ধরে রাখতে চাইছে প্রশাসন৷
advertisement
Somraj Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 6:53 PM IST