Higher Secondary Exam: উচ্চমাধ্যমিকের পরে কোন বিষয় নিয়ে পড়বেন? বিশেষ সেমিনারে এল সেই বার্তা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Higher Secondary Exam: কোন বিষয়ে পড়াশোনা করবে, কিংবা কোন বিষয় ছাত্রছাত্রীদের চাকরি ক্ষেত্রে সহায়তা করবে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান অবস্থায় থাকে সকলে
দাঁতন: ছাত্র জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের মধ্যে কাজ করবার মানসিকতা তৈরি হয়। তৈরি হয় পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছেও। তবে ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিয়ে সমস্যায় পড়তে হয় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে। কোন বিষয়ে পড়াশোনা করবে, কিংবা কোন বিষয় ছাত্রছাত্রীদের চাকরি ক্ষেত্রে সহায়তা করবে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান অবস্থায় থাকে সকলে।
উচ্চশিক্ষা নিয়ে যাবতীয় সন্দেহ ও ভীতি দূর করতে বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ সেমিনারের। পাশাপাশি মানসিক বৃদ্ধি ও ছাত্র জীবনের নানা চিন্তা ভাবনা নিয়েও আলোচনা করা হয় এ দিন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দাঁতন ভাগবতচরণ হাইস্কুলে আয়োজিত হয় এই বিশেষ সেমিনারের। বিদ্যালয়ের সদ্য দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক পাস প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।
advertisement
advertisement
সেমিনার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাঁতন ভট্টর কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি খাটুয়া। প্রসঙ্গত প্রান্তিক এলাকায় উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সংসারের হাল ধরতে বহু ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে। এমন কী পড়াশোনা ছেড়ে দিয়ে মন দেয় সংসার জীবনে।
advertisement
উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে কী নিয়ে এগোনো উচিত, তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় এদিন। এদিন প্রধান বক্তা তার নিজের জীবনের নানা দিক তুলে ধরে ছাত্র-ছাত্রীদের কাছে। বিদ্যালয়ে এহেন উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা।
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 6:49 PM IST
