IIT Kharagpur Job Vacancy: ৫৭,০০০ হাজার টাকা বেতন! আইআইটি খড়গপুরে শীঘ্রই নিয়োগ! কারা, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:

IIT Kharagpur Job Vacancy: মোটা অঙ্কের বেতনে চাকরি পেতে পারবেন আইআইটি খড়গপুরে। সম্প্রতি আইআইটির অফিসিয়াল ওয়েবসাইটে এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। তাই এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানান। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়গপুর, রঞ্জন চন্দ: আপনার কি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কিংবা বিটেক ডিগ্রি রয়েছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি-টেক ডিগ্রি থাকলে আপনার জন্য গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। সেক্ষেত্রে দশম শ্রেণি থেকে শেষ প্রাপ্ত ডিগ্রি পর্যন্ত ফাস্ট ক্লাস মার্কস দরকার। তবে মোটা অঙ্কের বেতনে চাকরি পেতে পারবেন আইআইটি খড়গপুরে। সম্প্রতি আইআইটির অফিসিয়াল ওয়েবসাইটে এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। তাই এখনই অনলাইন মাধ্যমে আবেদন জানান।
বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে এক গবেষক নিয়োগ করবে আইআইটি খড়গপুর। গবেষণার ইচ্ছে থাকলে, মোটা অংকের বেতনে চাকরির জন্য এখনই আবেদন জানাতে পারেন। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক ডিগ্রী অথবা বিই কিবা মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় Development of high-power Grid-friendly Conductive and Static Wireless Chargers for Electric Vehicles (PSV) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে দুজন সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট রিসার্চ নিয়োগ করবে আইআইটি খড়গপুর।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, আবেদনকারীর পাওয়ার ইলেকট্রিক সার্কিট বিষয়ে অভিজ্ঞতা মাইক্রোকন্ট্রোলার বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে ৫৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।
advertisement
চুক্তিভিত্তিক এই পদে দুজন কর্মী নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে অনলাইন মাধ্যমে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur Job Vacancy: ৫৭,০০০ হাজার টাকা বেতন! আইআইটি খড়গপুরে শীঘ্রই নিয়োগ! কারা, কীভাবে আবেদন করবেন জানুন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement