Government Jobs: ইস্টার্ন রেলওয়ের অধীনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন

Last Updated:

Government Jobs: Eastern Railway Group C Recruitment 2021: Job Vacacy-র প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সরকারি চাকরির সুযোগ৷

Governmet Job Vacancy: eastern railway is hiring
Governmet Job Vacancy: eastern railway is hiring
#নয়াদিল্লি: সম্প্রতি ইস্টার্ন রেলওয়ের (Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সি (Group C) পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Eastern Railway Group C Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে Job Vacancy-র প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদনপত্র পুরণ করতে পারবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://139.99.53.236:8443/rrcer/notice_board.html
advertisement
Eastern Railway Group C Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Eastern Railway Group C Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ওয়াটার পোলো (পুরুষ): ১টি পদ
বাস্কেট বল (পুরুষ): ২টি পদ
advertisement
কাবাড্ডি (পুরুষ): ১টি পদ
কাবাড্ডি (নারী): ১টি পদ
Eastern Railway Group C Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
স্তর ৪ এবং ৫- স্নাতক বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
স্তর ২ এবং ৩- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
Eastern Railway Group C Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)
পদের নামগ্রুপ সি
শূন্যপদের সংখ্যা২১
কাজের স্থানভারত
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিশিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা ও খেলাধূলায় পারদর্শিতা
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাস্তর ৪ এবং ৫- স্নাতক বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, স্তর ২ এবং ৩- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১১.১২.২০২১
advertisement
Eastern Railway Group C Recruitment 2021: আবেদন পদ্ধতি
স্টেপ-১ ইস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.rrcer.com অনলাইন আবেনপত্রটি পূরণ করতে হবে।
স্টেপ-২ প্রার্থীদের বায়োডেটা জমা করতে হবে।
স্টেপ-৩ আবেদনের সময় সঠিক মোবাইল নম্বর এবং মেইল আইডি দিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Government Jobs: ইস্টার্ন রেলওয়ের অধীনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement