Rohit Sharma and Virat Kohli Salary: অধিনায়ক হওয়ার পর কি বিরাটের থেকে বেশি স্যালারি হল রোহিতের!

Last Updated:
জেনে নিন ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার বেতন (Rohit Sharma and Virat Kohli Salary) কত?
1/5
#কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্ব৷ এখন সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি (Rohit Sharma and Virat Kohli) টেস্ট দলের অধিনায়ক৷ ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা আর বিরাট কোহলি -র (Rohit Sharma and Virat Kohli) সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)৷ রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেটে দলের টেস্টের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে৷ রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পরেই প্রশ্ন উঠছে তাঁর স্যালারি অর্থাৎ রোহিত শর্মার বেতন (Rohit Sharma Salary) কি এবার বিরাট কোহলির বেতনের (Virat Kohli Salary) থেকে বেশি হবে৷ জেনে নিন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার বেতন (Rohit Sharma and Virat Kohli Salary) কত?
#কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্ব৷ এখন সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি (Rohit Sharma and Virat Kohli) টেস্ট দলের অধিনায়ক৷ ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা আর বিরাট কোহলি -র (Rohit Sharma and Virat Kohli) সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)৷ রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেটে দলের টেস্টের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে৷ রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পরেই প্রশ্ন উঠছে তাঁর স্যালারি অর্থাৎ রোহিত শর্মার বেতন (Rohit Sharma Salary) কি এবার বিরাট কোহলির বেতনের (Virat Kohli Salary) থেকে বেশি হবে৷ জেনে নিন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার বেতন (Rohit Sharma and Virat Kohli Salary) কত?
advertisement
2/5
বিরাট কোহলি, রোহিত শর্মা, (Rohit Sharma and Virat Kohli Salary) জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বছর ভিত্তিক কন্ট্র্যাক্ট লিস্টে গ্রেড এ-তে রয়েছে৷ বিসিসিআই চুক্তি অনুযায়ি এ+ গ্রেডের ক্রিকেটারদের বছরে ৭ কোটি টাকা দেওয়া হয়৷ বিসিসিআই অধিনায়কত্বের জন্য কোনও আলাদা টাকা বেতন (Salary) দেয় না৷ এরকমই গ্রেড এ, বি, সি -র ক্রিকেটাররা ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা করে পাবেন৷
বিরাট কোহলি, রোহিত শর্মা, (Rohit Sharma and Virat Kohli Salary) জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বছর ভিত্তিক কন্ট্র্যাক্ট লিস্টে গ্রেড এ-তে রয়েছে৷ বিসিসিআই চুক্তি অনুযায়ি এ+ গ্রেডের ক্রিকেটারদের বছরে ৭ কোটি টাকা দেওয়া হয়৷ বিসিসিআই অধিনায়কত্বের জন্য কোনও আলাদা টাকা বেতন (Salary) দেয় না৷ এরকমই গ্রেড এ, বি, সি -র ক্রিকেটাররা ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা করে পাবেন৷
advertisement
3/5
আইপিএল ২০২২ কোহলি -র থেকে বেশি রোজগার করবেন রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে সামনের বছর আইপিএলে ১৫ কোটি টাকার জায়গায় ১৬ কোটি টাকা দেওয়া হবে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে ১৫ কোটি টাকা (Virat Kohli Salary) দিয়ে ধরে রেখেছে৷ কোহলির স্যালারিতে ২ কোটি টাকা কাটা হয়েছে৷ তিনি এর আগে ১৭ কোটি টাকা পান৷
আইপিএল ২০২২ কোহলি -র থেকে বেশি রোজগার করবেন রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে সামনের বছর আইপিএলে ১৫ কোটি টাকার জায়গায় ১৬ কোটি টাকা দেওয়া হবে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে ১৫ কোটি টাকা (Virat Kohli Salary) দিয়ে ধরে রেখেছে৷ কোহলির স্যালারিতে ২ কোটি টাকা কাটা হয়েছে৷ তিনি এর আগে ১৭ কোটি টাকা পান৷
advertisement
4/5
আইপিএলে বিরাটের থেকে রোহিত বেশি রোজগার (Rohit Shamra Salary) করে ফেলেছেন এই লিগের কথা হে এখনও অবধি রোহিত শর্মা ১৪৬.৬ কোটি টাকা রোজগার করে ফেলেছেন৷ রোহিত শর্মা আইপিএলে এমএস ধোনি-র পরে সবচেয়ে বেশি রোজগার করা ক্রিকেটারের তালিকায় দু নম্বরেই রয়েছেন রোহিত শর্মা৷ ধোনি এখনও অবধি আইপিএলে সবচেয়ে বেশি ১৫০ কোটি টাকা রোজগার করেছেন৷ কোহলি আইপিএলে এখনও অবধি আইপিএলে ১৪৩ কোটি টাকা রোজগার করেছেন৷
আইপিএলে বিরাটের থেকে রোহিত বেশি রোজগার (Rohit Shamra Salary) করে ফেলেছেন এই লিগের কথা হে এখনও অবধি রোহিত শর্মা ১৪৬.৬ কোটি টাকা রোজগার করে ফেলেছেন৷ রোহিত শর্মা আইপিএলে এমএস ধোনি-র পরে সবচেয়ে বেশি রোজগার করা ক্রিকেটারের তালিকায় দু নম্বরেই রয়েছেন রোহিত শর্মা৷ ধোনি এখনও অবধি আইপিএলে সবচেয়ে বেশি ১৫০ কোটি টাকা রোজগার করেছেন৷ কোহলি আইপিএলে এখনও অবধি আইপিএলে ১৪৩ কোটি টাকা রোজগার করেছেন৷
advertisement
5/5
আইপিএলে রোহিত শর্মা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন৷ ২০০৯ সালে তিনি ডেকান চার্জার্সের হয়ে জিতেছিলেন খেতাব৷ এছাড়া ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯,২০২০ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷
আইপিএলে রোহিত শর্মা ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন৷ ২০০৯ সালে তিনি ডেকান চার্জার্সের হয়ে জিতেছিলেন খেতাব৷ এছাড়া ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯,২০২০ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement