Rohit Sharma and Virat Kohli Salary: অধিনায়ক হওয়ার পর কি বিরাটের থেকে বেশি স্যালারি হল রোহিতের!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জেনে নিন ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার বেতন (Rohit Sharma and Virat Kohli Salary) কত?
#কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে এখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্ব৷ এখন সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি (Rohit Sharma and Virat Kohli) টেস্ট দলের অধিনায়ক৷ ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা আর বিরাট কোহলি -র (Rohit Sharma and Virat Kohli) সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)৷ রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেটে দলের টেস্টের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে৷ রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পরেই প্রশ্ন উঠছে তাঁর স্যালারি অর্থাৎ রোহিত শর্মার বেতন (Rohit Sharma Salary) কি এবার বিরাট কোহলির বেতনের (Virat Kohli Salary) থেকে বেশি হবে৷ জেনে নিন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার বেতন (Rohit Sharma and Virat Kohli Salary) কত?
advertisement
বিরাট কোহলি, রোহিত শর্মা, (Rohit Sharma and Virat Kohli Salary) জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বছর ভিত্তিক কন্ট্র্যাক্ট লিস্টে গ্রেড এ-তে রয়েছে৷ বিসিসিআই চুক্তি অনুযায়ি এ+ গ্রেডের ক্রিকেটারদের বছরে ৭ কোটি টাকা দেওয়া হয়৷ বিসিসিআই অধিনায়কত্বের জন্য কোনও আলাদা টাকা বেতন (Salary) দেয় না৷ এরকমই গ্রেড এ, বি, সি -র ক্রিকেটাররা ৫ কোটি, ৩ কোটি, ১ কোটি টাকা করে পাবেন৷
advertisement
আইপিএল ২০২২ কোহলি -র থেকে বেশি রোজগার করবেন রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে সামনের বছর আইপিএলে ১৫ কোটি টাকার জায়গায় ১৬ কোটি টাকা দেওয়া হবে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে ১৫ কোটি টাকা (Virat Kohli Salary) দিয়ে ধরে রেখেছে৷ কোহলির স্যালারিতে ২ কোটি টাকা কাটা হয়েছে৷ তিনি এর আগে ১৭ কোটি টাকা পান৷
advertisement
আইপিএলে বিরাটের থেকে রোহিত বেশি রোজগার (Rohit Shamra Salary) করে ফেলেছেন এই লিগের কথা হে এখনও অবধি রোহিত শর্মা ১৪৬.৬ কোটি টাকা রোজগার করে ফেলেছেন৷ রোহিত শর্মা আইপিএলে এমএস ধোনি-র পরে সবচেয়ে বেশি রোজগার করা ক্রিকেটারের তালিকায় দু নম্বরেই রয়েছেন রোহিত শর্মা৷ ধোনি এখনও অবধি আইপিএলে সবচেয়ে বেশি ১৫০ কোটি টাকা রোজগার করেছেন৷ কোহলি আইপিএলে এখনও অবধি আইপিএলে ১৪৩ কোটি টাকা রোজগার করেছেন৷
advertisement