New Course in Kalyani University: অভিনয় শেখার স্বপ্ন এবার হাতের মুঠোয়! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দু'টি কোর্স, জেনে নিন
- Published by:Tias Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়তেও চালু হল অভিনয়ের দুটি কোর্স। জাতীয় শিক্ষানীতি মেনে বহু প্রতিষ্ঠানের পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়তে অভিনয়ের দু'টি কোর্স চালু করা হল। সকলের সুবিধার জন্য এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করানোর ব্যবস্থা হবে
কল্যাণী: অভিনয় শিখে বড় পর্দা বা মঞ্চে আসতে চান অনেকেই। কিন্তু অভিনয় শেখার প্রশিক্ষণ কেন্দ্র বেশিরভাগই কলকাতা শহরতলী এলাকায়। গ্রাম কিংবা মফস্বলে সেই অর্থে সরকারিভাবে কোনও সুযোগ এতদিন পর্যন্ত ছিল না। তবে এবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়তেও চালু হল অভিনয়ের দুটি কোর্স। জাতীয় শিক্ষানীতি মেনে বহু প্রতিষ্ঠানের পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়তে অভিনয়ের দু’টি কোর্স চালু করা হল।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাংলা বিভাগের আওতায় পারফরমিং আর্টস ও রিসার্চ স্টাডিজের উদ্যোগে দুটি নতুন বিষয়ে নিয়ে প্রথমবার কোর্স চালু করা হল। তার মধ্যে একটি হল চলচ্চিত্র ও মঞ্চাভিনয় এবং অন্যটি বই এবং জার্নালের প্রুফ সংশোধন ও সম্পাদনা। এই কোর্সগুলিতে যে কোনও কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে যে কোনও সংস্থায় কর্মরতরা ভর্তি হতে পারবেন।
advertisement
চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় কোর্সটি করার জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে। তবে প্রুফ সংশোধন এবং সম্পাদনার কোর্সটি করতে গেলে ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সকলের সুবিধার জন্য এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করানোর ব্যবস্থা হবে। অনলাইন ক্লাসগুলি সবটাই যে কোন দিন রাখা হতে পারে। তবে সকল শিক্ষার্থীদের কথা ভেবে অফলাইন ক্লাসের আয়োজনও করা হবে ক্যাম্পাসের মধ্যে, তবে সেটি সপ্তাহের শেষের দিকে।
advertisement
কোর্সটি চলবে ছ’মাস। আগামী অগাস্ট মাসেই শুরু হবে ক্লাস। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয় তরফে কোন কোর্স ফি ধার্য করা না হলেও রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে সকল পড়ুয়াকে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দু’টি কোর্সের প্রতিটিতে ১০০ টি করে শূন্য আসনে আগ্রহী পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে প্রুফ সংশোধন ও সম্পাদনা কোর্সটি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তবে চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় এর মতো অভিনব কোর্স তেমন ভাবে খুব বেশি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়নি বলে জানা গিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 4:46 PM IST