Environmental Movement: 'এক পেড় মা কে নাম'! প্রতি স্কুলে সবুজ আন্দোলন গড়ে তোলার কর্মসূচি! কী কী করা হবে জেনে নিন
- Published by:Sanchari Kar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Environmental Movement: চার মাস ধরে ইকো ক্লাবকে সামনে রেখে পড়ুয়ারা গাছ লাগানোর নামে সামাজিক সবুজ আন্দোলন গড়ে তুলবে। প্রতিটি স্কুল অন্তত ৭০টি করে গাছ লাগাবে।
কলকাতা: পরিবেশ সুরক্ষায় পড়ুয়াদের নিয়ে রাজ্য এবার স্কুলে স্কুলে সবুজ আন্দোলন গড়ে তোলার কর্মসূচি নিল।কর্মসূচির নাম দেওয়া হয়েছে “এক পেড় মা কে নাম।”
এর জন্য জেলা শিক্ষা আধিকারিকদের প্রতিটি স্কুলে পড়ুয়াদের নিয়ে ইকো ক্লাব তৈরি করার নির্দেশ সেভ এনার্জি, জল বাঁচাও, প্লাস্টিক মুক্ত দুনিয়া, ই জঞ্জাল কমানো, স্বাস্থ্যকর জীবন গড়ে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভাসের মতো থিমগুলিকে সামনে রেখে চলবে প্রচার।
চার মাস ধরে এই ইকো ক্লাবকে সামনে রেখে পড়ুয়ারা গাছ লাগানোর নামে সামাজিক সবুজ আন্দোলন গড়ে তুলবে। প্রতিটি স্কুল অন্তত ৭০টি করে গাছ লাগাবে। গাছ লাগানো হচ্ছে নাকি তার ছবিও পোর্টালে আপলোড করতে হবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। এর জন্য রাজ্যের তরফে তৈরি করা হয়েছে আলাদা করে একটি পোর্টালও। স্কুলে স্কুলে নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 1:46 PM IST