Engineering Admission: অনলাইন কাউন্সেলিংয়ের পরেও ১০ শতাংশ আসন ফাঁকা যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং এর আসন পূরণে নয়া বিজ্ঞপ্তি জারি

Last Updated:

Engineering Admission: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং-এ আসন ফাঁকা রয়ে গেল ১৫১টি।

১০ শতাংশ আসন ফাঁকা অনলাইন কাউন্সেলিং এর পর যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং এর আসন পূরণ করতে এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি নিজে থেকেই ভর্তি নিতে পারবে তার বিজ্ঞপ্তি জারি।
১০ শতাংশ আসন ফাঁকা অনলাইন কাউন্সেলিং এর পর যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং এর আসন পূরণ করতে এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি নিজে থেকেই ভর্তি নিতে পারবে তার বিজ্ঞপ্তি জারি।
কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং-এ আসন ফাঁকা রয়ে গেল ১৫১টি।
প্রত্যেক বছরই কিছু আসন ফাঁকা থেকে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে সেই সংখ্যা এ বারের মতো নয়, জানিয়েছেন খোদ কর্তৃপক্ষই। বিশ্ববিদ্যালয় মনে করছে, চলতি বছর রাজ্য জয়েন্টের ফলপ্রকাশে বিলম্বই এত বেশি আসন ফাঁকা থাকার নেপথ্য কারণ। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন পার্থপ্রতিম বিশ্বাস বলেন, “দেরি করে কাউন্সেলিং শুরুর প্রভাব কতটা পড়েছে তা বোঝা গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত আসন ফাঁকা থাকার কথা নয়। ভর্তি প্রক্রিয়ায় যত দেরি হবে তত মেধাবী পড়ুয়ার সংখ্যা কমবে।”
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং-এ মোট আসন সংখ্যা প্রায় ১৩০০। ১৬টি বিভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিং-এ। কেন্দ্রীয় ভাবে ভর্তি প্রক্রিয়ার পর প্রায় ১০ শতাংশ আসন ফাঁকা রয়ে গেল যাদবপুরে। এই ফাঁকা আসন যাতে দ্রুত পূরণ করা যায়, সে জন্য এ বার বিকেন্দ্রীকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। অর্থাৎ এ বার সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি নিজেদের শূন্য আসনগুলিতে নিজেরাই কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্র ভর্তি করাতে পারবে। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের শূন্য আসন পূরণ করা নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
advertisement
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে প্রত্যেকটি ঝিল বা পুকুরের ধারে ফেন্সিং লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যত্রতত্র জঙ্গল পরিষ্কার করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরো ৭০ টি সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে রাজ্যের কাছ থেকে ইতিমধ্যেই সেই সিসিটিভি বসানোর অর্থ চেয়ে চিঠি দেওয়া হল, আরো একবার চিঠি দেওয়া হতে পারে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় সন্ধ্যের পর যাতায়াত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবারের বৈঠকে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Engineering Admission: অনলাইন কাউন্সেলিংয়ের পরেও ১০ শতাংশ আসন ফাঁকা যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং এর আসন পূরণে নয়া বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement