ESIC Recruitment 2022: জোকায় চিকিৎসাকর্মী নিয়োগ, বিস্তারিত জেনে আবেদন পাঠান

Last Updated:

অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের (Employees’ State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হাসপাতাল এবং ওডিসি (ইজেড), জোকা এএসআই PGIMSR, ESIC মেডিকেল কলেজ এবং ESIC হাসপাতালে পার্ট টাইম/ফুল-টাইম সুপার স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ESIC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ESIC Recruitment 2022: আবেদন পদ্ধতি
advertisement
আগ্রহী প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট এই ইমেইল আইডিতে ms-odckolkata@esic.nic.in পাঠতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থাএমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation)
পদের নামপার্ট টাইম/ফুল-টাইম সুপার স্পেশালিস্ট
শূন্যপদের সংখ্যা১১
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
advertisement
ESIC Recruitment 2022: বয়সসীমাপ্রার্থীদের বয়স বিজ্ঞাপন প্রকাশের তারিখ অনুসারে ৬৭ বছরের মধ্যে হতে হবে।
ESIC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ -এর তৃতীয় শিডিউলের প্রথম বা দ্বিতীয় পার্ট অনুসারে স্বীকৃত মেডিকেল কোয়ালিফিকেশন থাকতে হবে।
অ্যানেক্সার-১ বা সমতুল্য বিভাগে স্পেশালিস্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ডিএম/এম পদের পরবর্তীতে স্বীকৃত প্রতিষ্ঠানে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা (১৩)-এর উপ-ধারা (৩)-এ নির্ধারিত শর্তগুলি পূরণ করতে হবে।
advertisement
অ্যানেক্সার-১ বা সমতুল্য বিভাগে স্পেশালিস্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ডিএম/এম পদের পরবর্তীতে স্বীকৃত প্রতিষ্ঠানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা (১৩)-এর উপ-ধারা (৩)-এ নির্ধারিত শর্তগুলি পূরণ করতে হবে।
advertisement
ESIC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
সিলেকশন বোর্ডের সঙ্গে ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার পর প্রার্থীর পারফরমেন্সের ভিত্তিতে তাঁকে নির্বাচন করা হবে।
ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য যোগ্য প্রার্থীর নাম এবং সম্ভাব্য তারিখ, সময় এবং স্থান মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ESIC Recruitment 2022: জোকায় চিকিৎসাকর্মী নিয়োগ, বিস্তারিত জেনে আবেদন পাঠান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement