শিক্ষায় বঞ্চিত কেবল বাংলা? কেন্দ্রের পিএম-শ্রী প্রকল্পে 'শূন্য' বরাদ্দ পশ্চিমবঙ্গের! কেন এমন হল?

Last Updated:

বাংলার শিক্ষা প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে। সাংসদ বাপী হালদারের প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র প্রধান জানান, সমগ্র শিক্ষা অভিযানে বাংলার বরাদ্দ শূন্য। বিরোধীরা রাজনৈতিক মতভেদকে কারণ বলছেন।

News18
News18
কেন্দ্রের সমগ্র শিক্ষা ও পিএম-শ্রী প্রকল্পে বাংলা উপেক্ষিত? কেন্দ্রের জবাবে উঠছে বড় প্রশ্ন
সাংসদ বাপী হালদার সম্প্রতি সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, ‘সমগ্র শিক্ষা মিশন’ ও ‘পিএম-শ্রী’ প্রকল্পে রাজ্যভিত্তিক অর্থ বরাদ্দ কত হয়েছে। তিনি স্পষ্টভাবে প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ বরাদ্দ কেন আটকে রাখা হয়েছে এবং রাজ্যের প্রায় ১৫০০ কোটি টাকার বকেয়া আদৌ কবে মেটানো হবে?
advertisement
advertisement
এই প্রশ্নের জবাবে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযান (SSA) প্রকল্পে গুজরাটকে বরাদ্দ করা হয়েছে ১২৪৫.৫৪ কোটি টাকা, উত্তরপ্রদেশ পেয়েছে ৬২৬৪.৭৯ কোটি টাকা, হরিয়ানা পেয়েছে ৫৩৬.৪৪ কোটি টাকা। কিন্তু আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গের নামের পাশে রয়েছে একটি বড় ‘শূন্য’। অর্থাৎ রাজ্যটি এই প্রকল্পে কোনও বরাদ্দই পায়নি।
advertisement
এই তথ্য সামনে আসতেই বিরোধী রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক বিভাজনের জেরে কেন্দ্র কি ইচ্ছাকৃতভাবে রাজ্যকে শিক্ষা খাতে বঞ্চিত করছে? বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক যতদিন না স্বাভাবিক হবে, ততদিন এই ধরনের কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য অধিকার অনিশ্চিতই থেকে যাবে।বাংলার ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অগ্রগতিতে যদি এভাবেই আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হতে থাকে, তাহলে তার পরিণতি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়—সামগ্রিকভাবে সমাজের ওপরও পড়বে বলেই মত শিক্ষা বিশ্লেষকদের। কেন্দ্রের পক্ষ থেকে আরও স্পষ্ট ব্যাখ্যা দাবি করছে ওয়াকিবহাল মহল।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
শিক্ষায় বঞ্চিত কেবল বাংলা? কেন্দ্রের পিএম-শ্রী প্রকল্পে 'শূন্য' বরাদ্দ পশ্চিমবঙ্গের! কেন এমন হল?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement