মালাবদল শেষ, বাসররাতে ঘুরে গেল নববধূর মাথা! 'স্মার্ট বর' নিয়ে এলেন ছোট্ট একটা জিনিস...তাতেই শোরগোল পড়ে গেল!

Last Updated:
Bride: এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর বউ ঘরে আসে, সাদর অভ্যর্থনাও হয়। রাতে বর-কনে ঘরে গেলে নববধূ হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। কী কারণে এমন হল? প্রকাশ্যে আসতেই সব শেষ।
1/9
বিয়ে করতে এলেন বর। মালাবদল শেষ। হঠাৎ মাথা ঘুরে গেল নববধূর। পড়ে গেলেন তিনি। তার পরেই হইহই কাণ্ড বিয়েবাড়িতে! এ কী! কী হল? কানাকানি, ফিসফাস! এমন এক কথা বরের কানে উঠল...নিমেষে বদলে গেল পরিস্থিতি। 
বিয়ে করতে এলেন বর। মালাবদল শেষ। হঠাৎ মাথা ঘুরে গেল নববধূর। পড়ে গেলেন তিনি। তার পরেই হইহই কাণ্ড বিয়েবাড়িতে! এ কী! কী হল? কানাকানি, ফিসফাস! এমন এক কথা বরের কানে উঠল...নিমেষে বদলে গেল পরিস্থিতি। 
advertisement
2/9
একটা গ্রীষ্মের রাতে, মাথা ঘোরার ঘটনায় যেভাবে বৈবাহিক জীবনের শুরুটা তিক্ত হয়ে উঠল— তা শুনে অনেকেই অবাক! প্রেমের বদলে যখন সন্দেহ ঢুকে পড়ে, তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না… হয়ে যায় যেন আদালতের কেস!
একটা গ্রীষ্মের রাতে, মাথা ঘোরার ঘটনায় যেভাবে বৈবাহিক জীবনের শুরুটা তিক্ত হয়ে উঠল— তা শুনে অনেকেই অবাক! প্রেমের বদলে যখন সন্দেহ ঢুকে পড়ে, তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না… হয়ে যায় যেন আদালতের কেস!
advertisement
3/9
ওষুধের দোকানে গিয়ে বর নিয়ে এলেন ছোট্ট একটা জিনিস। এনে দিলেন বউকে। তাতেই রেগে আগুন পাত্রী! কী হয়েছে তাঁর? কেন মাথা ঘুরল? আসল কারণ জেনে স্তম্ভিত সবাই। 
ওষুধের দোকানে গিয়ে বর নিয়ে এলেন ছোট্ট একটা জিনিস। এনে দিলেন বউকে। তাতেই রেগে আগুন পাত্রী! কী হয়েছে তাঁর? কেন মাথা ঘুরল? আসল কারণ জেনে স্তম্ভিত সবাই। 
advertisement
4/9
রামপুরে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর বউ ঘরে আসে, সাদর অভ্যর্থনাও হয়। কিন্তু সেসময় প্রচণ্ড গরম আর আর্দ্রতা ছিল। রাতে বর-কনে ঘরে গেলে নববধূ হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
রামপুরে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর বউ ঘরে আসে, সাদর অভ্যর্থনাও হয়। কিন্তু সেসময় প্রচণ্ড গরম আর আর্দ্রতা ছিল। রাতে বর-কনে ঘরে গেলে নববধূ হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
advertisement
5/9
নববধূ মাথা ঘোরার কারণে অজ্ঞান হয়ে পড়তেই, বর সন্দেহ প্রকাশ করে নিয়ে এল গর্ভধারণ পরীক্ষার কিট। সেই কিট নববধূকে দেওয়া মাত্রই শুরু হল বচসা, খবর পৌঁছয় শ্বশুরবাড়ি ও পিত্রালয়ে।
নববধূ মাথা ঘোরার কারণে অজ্ঞান হয়ে পড়তেই, বর সন্দেহ প্রকাশ করে নিয়ে আসেন গর্ভধারণ পরীক্ষার কিট। সেই কিট নববধূকে দেওয়া মাত্রই শুরু হল বচসা, খবর পৌঁছয় শ্বশুরবাড়ি ও পিত্রালয়ে।
advertisement
6/9
উত্তরপ্রদেশের রামপুর জেলার এক গ্রামে ‘সুহাগরাত’-এর রাতেই ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। সদ্য বিবাহিত এক নববধূ সেই রাতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখে বর চিন্তিত না হয়ে বরং সরাসরি গ্রাম্য মেডিকেল স্টোর থেকে প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে আসে! এরপর যা ঘটেছে, তা দেখে হতবাক সকলে।
উত্তরপ্রদেশের রামপুর জেলার এক গ্রামে ‘সুহাগরাত’-এর রাতেই ঘটে গেল এমনই এক চমকপ্রদ ঘটনা। সদ্য বিবাহিত এক নববধূ সেই রাতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখে বর চিন্তিত না হয়ে বরং সরাসরি গ্রাম্য মেডিকেল স্টোর থেকে প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে আসে! এরপর যা ঘটেছে, তা দেখে হতবাক সকলে।
advertisement
7/9
বর যখন প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করতে বলেন, তখন নববধূ রেগে আগুন হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি তাঁর ননদকে ডেকে বলেন, স্বামী সন্দেহ করছে— তার আগে কোনও সম্পর্কে জড়িয়েছিলেন কিনা। এই অভিযোগে তিনি অপমানিত বোধ করছেন। ননদ বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবারের বাকি সদস্যদের জানান।
বর যখন প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করতে বলেন, তখন নববধূ রেগে আগুন হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি তাঁর ননদকে ডেকে বলেন, স্বামী সন্দেহ করছে— তার আগে কোনও সম্পর্কে জড়িয়েছিলেন কিনা। এই অভিযোগে তিনি অপমানিত বোধ করছেন। ননদ বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবারের বাকি সদস্যদের জানান।
advertisement
8/9
খবর পৌঁছায় নববধূর বাপের বাড়িতেও। কিছুক্ষণের মধ্যেই কনের মা-বাবা উপস্থিত হন শ্বশুরবাড়িতে। দুই পরিবারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
খবর পৌঁছায় নববধূর বাপের বাড়িতেও। কিছুক্ষণের মধ্যেই কনের মা-বাবা উপস্থিত হন শ্বশুরবাড়িতে। দুই পরিবারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
advertisement
9/9
কেন মাথা ঘুরেছিল?পরবর্তীতে জানা যায়, নববধূ দিনের দীর্ঘ বিবাহের আচার, গরম ও অতিরিক্ত ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। কিন্তু বর এ নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে বন্ধুবান্ধবদের ফোন করে পরামর্শ চান। বন্ধুরা মজার ছলে বলেন, “এ Pregnant হতে পারে!” আর সেই মজাকেই সিরিয়াসলি নিয়ে বর কিনে আনে প্রেগন্যান্সি কিট।
কেন মাথা ঘুরেছিল? পরবর্তীতে জানা যায়, নববধূ দিনের দীর্ঘ বিবাহের আচার, গরম ও অতিরিক্ত ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। কিন্তু বর এ নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে বন্ধুবান্ধবদের ফোন করে পরামর্শ চান। বন্ধুরা মজার ছলে বলেন, “এ Pregnant হতে পারে!” আর সেই মজাকেই সিরিয়াসলি নিয়ে বর কিনে আনে প্রেগন্যান্সি কিট।
advertisement
advertisement
advertisement