হোম /খবর /Education-Career /
২০২১-এর CBSE বোর্ড পরীক্ষা বাতিল হোক, দাবি বহু পরীক্ষার্থীর

২০২১-এর CBSE বোর্ড পরীক্ষা বাতিল হোক, দাবি বহু পরীক্ষার্থীর

CBSE Board Exam 2021| এই নিয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে, বিকল্প উপায়ে এই শিক্ষাবর্ষে নম্বর দেওয়া হোক এবং বোর্ডও যাতে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যেমে পরীক্ষার্থীদের নম্বর দেয়, সেই আর্জিও রাখা হয়েছে।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: (CBSE Board Exams 2021) CBSE বোর্ড পরীক্ষা ২০২১ মে মাসের ৪ তারিখ থেকে জুনের ১০ পর্যন্ত হবে। কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই তথ্য জানাবার পরপরই বহু শিক্ষার্থী একটি পিটিশন দাখিল করেছেন change.org-এ। সেখানে উল্লেখ করা হয়েছে এবছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হোক। পড়ুয়াদের দাবি যে, আর্থিক সমস্যার জন্য প্রচুর পরীক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি। ফলে তারা ঠিক মত স্কুলের নির্দেশ জানেন না, পড়াশুনায় অনেকটা পিছিয়ে পড়েছেন। তাই তাদের জন্য পরীক্ষা প্রস্তুতি ঠিকভাবে নেওয়া সম্ভব হয়নি। ফলে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া বা সাধারণ নিয়মে পরীক্ষা দেওয়া মুশকিল।

২০২১-এর সিবিএসই বোর্ড পরীক্ষা বেশ কঠিন হতে চলেছে কারণ ২০২০ সালটা ছিল একেবারে অন্যরকম। অনলাইন ক্লাস খুব সমস্যার ছিল বেশ কিছু ক্ষেত্রে। কারণ অনেকের বাড়িতে অনলাইন ক্লাসের জন্য ছিল না নেটওয়ার্ক বা অনেকের কাছে কোনও মোবাইল বা ল্যপটপও ছিল না। ফলে ২০২১-এর সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করা হোক, দাবি করেছেন এক পিটিশন দাখিলকারী।

এই নিয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে, বিকল্প উপায়ে এই শিক্ষাবর্ষে নম্বর দেওয়া হোক এবং বোর্ডও যাতে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যেমে পরীক্ষার্থীদের নম্বর দেয়, সেই আর্জিও রাখা হয়েছে।

অন্যদিকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ডেটাশিট আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে চলেছে সিবিএসই বোর্ড। কেন্দ্র শিক্ষামন্ত্রী জানান যে যত তাড়াতাড়ি সম্ভব তারা পরীক্ষার দিন সামনে আনার ব্যবস্থা করছেন। এর আগে CBSE পরীক্ষা ২০২১-এর একটি ডেটাশিট ছড়িয়ে পড়ে, পরবর্তীতে জানা যায় যে সেটি ফেক বা ভুল।

Published by:Pooja Basu
First published:

Tags: CBSE Board Exam, CBSE Exam 2021