Education: বড় খবর! আগরতলা গভর্নমেন্ট মেডিক‍‍্যাল কলেজের এমবিবিএস কোর্সে বাড়ল আসন সংখ‍্যা

Last Updated:

Education: রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রসারে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে এবার ন্যাশনেল মেডিক‍্যাল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ করল।

আগরতলা গভর্নমেন্ট মেডিক‍‍্যাল কলেজের এমবিবিএস কোর্সে বাড়ল আসন সংখ‍্যা
আগরতলা গভর্নমেন্ট মেডিক‍‍্যাল কলেজের এমবিবিএস কোর্সে বাড়ল আসন সংখ‍্যা
আগরতলাঃ রাজ্যের চিকিৎসা শিক্ষা প্রসারে রাজ্য সরকারের নিরন্তর প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে এবার ন্যাশনেল মেডিক‍্যাল কাউন্সিল (এনএমসি) আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ১৫০ করল। বর্তমান শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে। এই আসন সংখ্যা বৃদ্ধি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর ফলে ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের চিকিৎসক হবার স্বপ্ন পূরণ যেমন ঘটবে, তেমনি রাজ্যের চিকিৎসকের সংকট দূর করার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগের ক্ষেত্রে সহায়ক হবে।
আরও পড়ুনঃ তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই ‘নমস্তে কুয়েত’-এর ভূয়সী প্রশংসা মোদির, ‘মন কি বাত’-এ হল রহস্যভেদ
রাজ্যের জনগণকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। এরই অঙ্গ হিসেবে ধারাবাহিকভাবে সরকার সুপার স্পেশালিস্ট-সহ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে। পাশাপাশি এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট (পিজি)-সহ চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সুযোগ্য বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে।
advertisement
আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতালে অত্যাধুনিক অস্ত্রোপচার শুরু করা হল।
advertisement
আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আই জি এম হাসপাতালে অত্যন্ত আধুনিক লেজার ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে। প্রথমবারের মতো এই অস্ত্রোপচার সম্পন্ন হল। বর্তমানে আধুনিক ব্যবস্থাপনায় এই সার্জারি একধাপ উন্নত পদ্ধতি। এটি অত্যাধুনিক অস্ত্রোপচারের যন্ত্রপাতিদের মধ্যে অন্যতম। এর সুবিধা হল, এর ফলে অপেক্ষাকৃত কম রক্তক্ষরণ, কম সময়ে অস্ত্রোপচার হয়। এটি সেলাই বিহীন, অস্ত্রোপচারের পর কম ব্যথা হয়, ফোলা ও কম থাকে এবং দ্রুত ক্ষত নিরাময় ঘটে। এছাড়া এটি চিরাচরিত প্রথার চেয়েও অত্যন্ত নিরাপদ ,কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক অস্ত্রোপচার ।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education: বড় খবর! আগরতলা গভর্নমেন্ট মেডিক‍‍্যাল কলেজের এমবিবিএস কোর্সে বাড়ল আসন সংখ‍্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement