Education News: দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের এক মাস পার! কবে শুরু কলেজের ভর্তি প্রক্রিয়া? বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী

Last Updated:

Education News: প্রতিটি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও কলেজের ভর্তি পোর্টাল খোলেনি। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ‍্যমিকের রেজাল্ট।

ব্রাত‍্য বসু
ব্রাত‍্য বসু
কলকাতাঃ প্রতিটি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও কলেজের ভর্তি পোর্টাল খোলেনি। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ‍্যমিকের রেজাল্ট। CBSE-র দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হল না স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষদের।
আরও পড়ুনঃ মিজোরামের অ‍্যাডভোকেট জেনারেলের নামে ফেসবুকে ভুয়ো অ‍্যাকাউন্ট, লালবাজারে অভিযোগ
শিক্ষামহলের একাংশের দাবি স্নাতকতরের ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসককারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। যদিও ৭ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
মঙ্গলবার, বিধানসভা অধিবেশনের সময় শিক্ষামন্ত্রীকে কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘গতবছর পোর্টাল খুলেছিল ১৯ জুন। আপনাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। এবার তার আগে খুলে যাবে পোর্টাল। ইউজিসির নিয়ম মেনেই খুব শীঘ্রই কলেজ ভর্তির প্রক্রিয় শুরু করা হবে। পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে। আর ৭ দিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে।’
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education News: দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের এক মাস পার! কবে শুরু কলেজের ভর্তি প্রক্রিয়া? বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement