Bangla News: মিজোরামের অ্যাডভোকেট জেনারেলের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, লালবাজারে অভিযোগ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bangla News: প্রায়শই লক্ষ্য করা যায় পুলিশ অফিসার থেকে রাজনৈতিক নেতা- অভিযোগ করেন তাঁদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। কেউ অভিযোগ করেন, প্রতারণা করতে এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে।
কলকাতাঃ প্রায়শই লক্ষ্য করা যায় পুলিশ অফিসার থেকে রাজনৈতিক নেতা- অভিযোগ করেন তাঁদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। কেউ অভিযোগ করেন, প্রতারণা করতে এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে। এবার মিজোরমের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! উনি লালবাজারের সাইবার থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
মিজোরামের এজি হলেও বিশ্বজিৎ দেব কলকাতার বাসিন্দা। এন্টালি থানা এলাকায় তাঁর বাড়ি। হেয়ার স্ট্রিট থানা এলাকার কিরণশঙ্কর রায় রোডে রয়েছে তাঁর অফিস ও চেম্বার। এছাড়াও গুয়াহাটি ও আইজলে রয়েছে চেম্বার।
advertisement
advertisement
দিন কয়েক আগে তিনি লক্ষ্য করেন তাঁর নামে একটা ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ সূত্রে খবর, লালবাজার সাইবার থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতে পারেন প্রতারকরা। একইসঙ্গে এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে বলে লিখিত অভিযোগে জানান তিনি।
advertisement
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার থানা। বছর খানেক আগে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ সামনে এসেছিল। কলকাতা পুলিশ তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 12:35 PM IST