নয়াদিল্লি: সীমান্ত রক্ষী বাহিনীর ১৭৫টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা শেষ হতে চলেছে আজ। ইচ্ছুক প্রার্থীরা এখনই BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট bsf.gov.in-এ ক্লিক করুন।
BSF-এ নিয়োগে শূন্যপদের বিবরণ-
BSF কর্তৃক প্রকাশিত নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, SI, ASI ও অন্যান্য বিভাগ মিলিয়ে মোট ১৭৫টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। আবেদন করা যাচ্ছে BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সম্পূর্ণ অনলাইনেই এই আবেদন প্রক্রিয়া চলছে।
BSF-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-
এই ১৭৫টি পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত মাসে অর্থাৎ জুনে। জুনের ২৯ তারিখ থেকে চলছে এই প্রক্রিয়া। শেষ হচ্ছে আজ।
গ্রুপ B ও গ্রুপ C পদের জন্য মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে অনলাইনে। আবেদন করার জন্য ওয়েবসাইটে দেওয়া নোটিফিকশন খুললে সেখানেই লিঙ্ক পাওয়া যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্কে ক্লিক করার আগে প্রতিটি পোস্টে আবেদনের শিক্ষাগত যোগ্যাতা দেখে নেওয়া ভালো। তাতে ভুল হওয়ার সমস্যা হবে না। নোটিফিকেশনেই সম্পূর্ণ তথ্য-সহ যোগ্যতার মাপকাঠি উল্লেখ করা আছে।
BSF-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি-
গ্রুপ B পোস্টের জন্য আবেদনকারীকে ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। আর গ্রুপ C পোস্টের জন্য আবেদনকারীকে ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। ফি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে দেওয়া যেতে পারে।
BSF-এ নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া-
১. প্রথমেই BSF-এর অফিসিয়াল ওয়েবসাইট bsf.gov.in-এ ক্লিক করতে হবে।
২. হোম পেজ খুলবে, এই পেজেই রিক্রুটমেন্ট লিঙ্ক পাওয়া যাবে।
৩. যে পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক, সেই পোস্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪. গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং তারপর পেমেন্ট অপশন বেছে নিতে হবে।
৫. আবেদনের ফি বাবদ যা ধার্য করা হয়েছে তা দিয়ে পেমেন্ট করে দিতে হবে।
৬. পেমেন্ট হয়ে গেলে সাবমিট অপশন আসবে, সেখানে ক্লিক করলেই আবেদন পত্রটি সাবমিট হয়ে যাবে। এক্ষেত্রে সাবমিট করার আগে সমস্ত তথ্য আরেকবার দেখে নেওয়া ভালো।
৭. পরবর্তী সময়ে প্রয়োজনে লাগতে পারে বলে আবেদন পত্রটি ডাউনলোড করে রাখা উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment