#কলকাতা: পুজোর পরেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতে চান, স্পষ্ট বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যেই যে সরকার অপেক্ষা করছে, তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে মমতা আজ জানান, আগামী দিনে সিএমও-তে ইন্টার্ন নেওয়া হবে। প্রতি বছর বাছাই করা ৫০০ জনকে নিয়োগ করা হবে। ফিল্ডে ফিল্ডে কাজ করানো হবে তাদের। কাজ শেষে দেওয়া হবে শংসাপত্র, যা ছাত্রদের কাজে লাগবে ভবিষ্যত গড়তে।
প্রসঙ্গত আজই আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কন্টেইনমেন্ট জোন নির্ধারণের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মমতা প্রসঙ্গটি তুলে এনে বলেন, "আমরা পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ করেছি। আজ দেখলাম ওরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেটা বাড়িয়েছে।" পাশাপাশি আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই খোলা হবে শিক্ষাঙ্গন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে বলেন, "সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দিচ্ছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছি। যাতে আপনারা তৈরি হতে পারেন। আমাদের সময়ে এত সুযোগ ছিল না। কাউকে অর্থাভাবে আটকে থাকতে হবে না।" ছাত্রদের উদ্দেশ্যের মমতার বার্তা, "চাকরি নিয়ে চিন্তা করবেন না। তবে শুধু সরকারি চাকরির কথা ভাববেন না। আমি চাকরির ব্যবস্থা তৈরি করে দিচ্ছি।"
সামনেই শিক্ষক দিবস। মমতা এদিন ছাত্রদের ছিমছাম আয়োজনে শিক্ষক দিবস পালনের বার্তাও দেন। বিকাশ ভবনে শিক্ষকদের ধুন্ধুমার নিয়ে সরাসরি মুখ না খুলেও মমতা পরিসংখ্যান তুলে ধরে এদিন দেখান, কী ভাবে গত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে, ১ লক্ষ ৩০ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। সাড়ে ছয় হাজার অধ্যাপক নিয়োগ হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee