DTC Recruitment 2022: দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে বিপুল নিয়োগ, বিজ্ঞপ্তি জারি

Last Updated:

আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ এপ্রিল থেকে। প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (State Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ফিটার এবং অন্যান্য পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওয়েবসাইটে dtc.delhi.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
DTC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ এপ্রিল থেকে। প্রার্থীদের আগামী ৪ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
DTC Recruitment 2022: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫৭টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
DTC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (রিপেয়ার এবং মেনটেনেন্স): ১১২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ফিটার (রিপেয়ার এবং মেনটেনেন্স): ১৭৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (রিপেয়ার এবং মেনটেনেন্স): ৭০টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (State Bank of India)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ফিটার এবং অন্যান্য
শূন্য পদের সংখ্যা৩৫৭
কাজের স্থানদিল্লি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু১৮.০৪.২০২২
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে এবং ফিটার ও ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই সার্টিফিকেট
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৪.০৫.২০২২
advertisement
DTC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মেধা ভিত্তিতে নির্বাচন করা হবে।
DTC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে এবং ফিটার ও ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই সার্টিফিকেট প্রয়োজন।
সেকশন অফিসার (ইলেক্ট্রিক্যাল)- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা।
advertisement
সেকশন অফিসার (সিভিল)- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা
সহকারী ফোরম্যান (R&M)- অটোমোবাইল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা ও ২ বছর কাজের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট ফিটার (আরএন্ডএম)- মেকানিক (এমভি)/ডিজেল/ট্রাক্টর মেকানিক/অটোমোবাইল ফিটার বা মেকানিকে ট্রেড সার্টিফিকেট।
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান- ইলেকট্রিশিয়ান (অটো)/মেকানিক অটো ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স ট্রেডে তিন বছরের অ্যাপ্রেন্টিসশিপ।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
DTC Recruitment 2022: দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে বিপুল নিয়োগ, বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement