DRDO Recruitment 2022|| ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গবেষণার সুযোগ! জানুন বিস্তারিত...

Last Updated:

DRDO Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র রিসার্চ ফেলো, জেআরএফ এবং রিসার্চ অ্যাসোসিয়েট, আরএ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদসংখ্যা
রিসার্চ অ্যাসোসিয়েট (কেমিস্ট্রি)
জুনিয়র রিসার্চ ফেলো (কেমিস্ট্রি) ৪
জুনিয়র রিসার্চ ফেলো (ফিজিক্স)
জুনিয়র রিসার্চ ফেলো (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) ১
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation)
পদের নামজুনিয়র রিসার্চ ফেলো, জেআরএফ এবং রিসার্চ অ্যাসোসিয়েট, আরএ
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানকিছু জানানো হয়নি
কাজের ধরনগবেষণা সংক্রান্ত
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৫.০৪.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের জেআরএফ এবং আরএ পোস্টের জন্য এখানে উপলব্ধ বিজ্ঞপ্তিতে http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_166_2122b.pdf বিশদ যোগ্যতার মানদণ্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। মানদণ্ড বিভিন্ন ক্ষেত্রের জন্য পরিবর্তিত হবে।
সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in যেতে হবে।
কেরিয়ার বা নিয়োগ বিভাগের অধীনে, প্রাসঙ্গিক JRF এবং RA বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
advertisement
অনলাইন আবেদনপত্রটি ভালো করে দেখে নিতে হবে।
ফর্মের একটি প্রিন্ট নিয়ে অফলাইনে বা অনলাইনে পূরণ করে জমা দিতে হবে।
ফর্মটি পূরণ করার পরে, উল্লিখিত এই manindersingh.tbrl@gov.in ইমেল আইডিতে ডকুমেন্টের স্ক্যান করা কপি সহ আবেদনপত্রের একটি কপি পাঠাতে হবে।
আবেদন করার সময় প্রার্থীদের তাঁদের সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। একটি কপি প্রার্থীর কাছেও রাখতে হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
DRDO Recruitment 2022|| ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গবেষণার সুযোগ! জানুন বিস্তারিত...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement