Recruitment 2021: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিপুল নিয়োগ, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2021)
#নয়াদিল্লি: সম্প্রতি ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2021)
DRDO Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই drdo.gov.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
DRDO Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীদের জানানো হয়েছে যে, তাদের NAPS পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation) |
পদের নাম: | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ৬১ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি: | মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | দশম শ্রেণিতে উত্তীর্ণ এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ২০.১২.২০২১
বিশদ নোটিশ পড়তে এই লিঙ্ক ব্যবহার করা যায়- https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/TBRL_AppAdvertisemnt.pdf
DRDO Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
DRDO Apprentice Recruitment 2021: বয়সসীমা
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন অনুযায়ী প্রাথীদের বয়সসীমা ১৪ বছরের কম হওয়া উচিত নয়।
DRDO Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
টিবিআরএল-এর নির্বাচন বোর্ড আবেদনপত্রের মধ্য দিয়ে প্রার্থীদের বাছাই করবে। প্রার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচনের ক্ষেত্রে টাই হলে টাই-ব্রেকারের মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের অবশ্যই অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ এর নিয়ম অনুসারে প্রশিক্ষণের এক বছরের মেয়াদের জন্য একটি চুক্তি সম্পাদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিয়োগের বিষয়ে আরও অধিক জানতে DRDO-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
Location :
First Published :
December 01, 2021 4:41 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিপুল নিয়োগ, জানুন