South 24 Parganas News: বড় সাফল্য! ন্যাকের বিচারে কোন গ্রেড পেল কুলতলির বি.আর আম্বেদকর কলেজ, জানলে গর্ব হবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল’ (ন্যাক)-এর বিচারে বি প্লাস গ্রেড অর্জন করল কুলতলির ডঃ বি.আর আম্বেদকর কলেজ।
দক্ষিণ ২৪ পরগনা: ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল’ (ন্যাক)-এর বিচারে বি প্লাস গ্রেড অর্জন করল কুলতলির ডঃ বি.আর আম্বেদকর কলেজ। মাসখানেক আগে ন্যাকের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ওই কলেজ পরিদর্শনে আসেন। পরিকাঠামো, পঠন পাঠন-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন তাঁরা। অধ্যাপক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।
এরপরেই সম্প্রতি ন্যাকের পক্ষ থেকে এই কলেজকে বি-প্লাস গ্রেড দেওয়ার কথা ঘোষণা করা হয়। কলেজ সূত্রের খবর, এই প্রথম বার ন্যাকের প্রিতিনিধি দল কলেজ পরিদর্শনে এল। প্রথমবার পরিদর্শনেই সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকার এই কলেজের গ্রেড প্রাপ্তিতে উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ।
advertisement
advertisement
কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল বলেন, “এটা খুবই খুশির খবর। আগামিদিনে এই কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত দাস বলেন, “ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী সকলের যৌথ প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। সকলে মিলে এক জেট হয়ে কাজ না করলে প্রথমবারেই বি প্লাস গ্রেড পাওয়া সম্ভব হত না।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 10:55 PM IST