Job Interview: ইন্টারভিউয়ের সময় এই ভুলগুলির জন্য হাতছাড়া হয়ে যেতে পারে দুর্দান্ত সুযোগ!
- Published by:Uddalak B
Last Updated:
Job Interview: ইন্টারভিউ-এর সময় অনেক দিকে আমাদের সচেতন থাকতে হয়।
#নয়াদিল্লি: বহু বছরের অভিজ্ঞতা সত্ত্বেও, ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়াটি সবসময়ই নতুন বলে মনে হয়। ইন্টারভিউ চলাকালীন, অনেক সময় প্রার্থীরা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল করেন, এবং কখনও কখনও তাঁদের আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত তাঁদের ডুবিয়ে দেয়। সে ক্ষেত্রে যাঁরা এই মুহূর্তে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের অবশ্যই ইন্টারভিউতে করা নানা ভুলগুলি সম্পর্কে সচেতন হতে হবে।
প্রথমত, সাক্ষাৎকারের সময় অনেক দিকে আমাদের দৃষ্টিভঙ্গি সচেতন রাখতে হয়। কে ঠিক কোন ভঙ্গিতে প্রশ্ন করছেন, কার দিকে তাকিয়ে উত্তর দিতে হবে, কীভাবে উত্তর দিতে হবে, প্রথমে ইন্টারভিউয়ের ঘরে প্রবেশ করেই কী বলতে হবে ইত্যাদি ছাড়াও আরও খুঁটিনাটি বিষয়ে নজর রাখা জরুরি। ইন্টারভিউ দেওয়ার সময়, আমাদের জানা উচিত যে প্যানেলে বসে থাকা বিশেষজ্ঞরা আমাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সহ অন্যান্য দক্ষতা এবং ব্যক্তিত্বের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবেন। সে ক্ষেত্রে বিশেষজ্ঞরা যদি আমাদের মধ্যে সামান্যতম ত্রুটি দেখতে পান, তবে তাঁরা কিন্তু আমাদের প্রত্যাখ্যানে সামান্যতম সময়ও নষ্ট করবেন না।
advertisement
ইন্টারভিউয়ের সময় এই ভুলগুলো কিছুতেই করা যাবে না
advertisement
যে কোনও চাকরির ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অনেক কিছুর দিকে খেয়াল রাখা উচিত। আমাদের ব্যক্তিত্ব থেকে শুরু করে ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের সময় আমাদের মুখভঙ্গি যেন একদম স্বাভাবিক দেখায়। এ ক্ষেত্রে প্রার্থীদের স্বাভাবিক মুখশ্রী বজায় রাখার কথা বলা হয়েছে, অতিরিক্ত স্মার্ট বা উচ্চাকাঙ্ক্ষী দেখাতে গিয়ে বিপদ ডেকে না আনাই ভালো। প্রার্থীদের খুব স্বাচ্ছন্দ্য বোধে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তবে কিছু অলিখিত ভুল একেবারেই করা যাবে না, সেগুলি কী কী? এবারে তা জেনে নেওয়া যাক-
advertisement
১- উত্তর দেওয়ার সময় বেশি কথা বলা ঠিক নয়। আমাদের জানা উচিত যে ইন্টারভিউয়ারের আরও অনেক কাজ রয়েছে।
২- উত্তর দেওয়ার সময় তোতলানো ঠিক নয়, এতে বোঝা যায় প্রার্থীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।
৩- কোনও প্রশ্নের উত্তরে বাবা-মা বা পরিবার ইত্যাদি সম্পর্কে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নেই। ইন্টারভিউয়ার এই বিষয়ে খুব একটা আগ্রহী নন।
advertisement
৪- নাম বলার পর পরই হবির কথা তোলার দরকার নেই।
Location :
First Published :
February 04, 2022 5:01 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Interview: ইন্টারভিউয়ের সময় এই ভুলগুলির জন্য হাতছাড়া হয়ে যেতে পারে দুর্দান্ত সুযোগ!