Madhyamik 2022 Results: বাবা- কাকাই গৃহশিক্ষক, মাধ্যমিকে তৃতীয় ওড়িশা সীমান্ত ঘেঁষা গ্রামের দেবশিখা

Last Updated:

দেবশিখা ভবিষ্যতে গ্রামের মানুষের জন্য চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে৷

মাধ্যমিকে তৃতীয় দেবশিখা প্রধান৷
মাধ্যমিকে তৃতীয় দেবশিখা প্রধান৷
#এগরা: বাবা গৃহশিক্ষকতা করে সংসার চালান৷ পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ পরিবারের ছাত্রী সেই মেয়েই মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করে তাক লাগিয়ে দিল৷
এবারের মাধ্যমিকের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীদেরই দাপট সবথেকে বেশি৷ জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম ভাবে রাজ্যে তৃতীয় স্থান দখল করেছে দেবশিখা৷
advertisement
পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে কয়েক কিলোমিটার দূরে ওড়িশা সীমান্তের কাছে প্রত্যন্ত গ্রাম চোরপালিয়া৷ গ্রামেরই শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী ছিল দেবশিখা৷
advertisement
দেবশিখার বাবা উৎপল প্রধান গৃহশিক্ষকতা করতেন৷ বাবা এবং কাকুর কাছেই বাড়িতে পড়ত দেবশিখা৷ এ ছাড়়া মাধ্যমিকের জন্য একজন শিক্ষিকার কাছে ফিজিক্স পড়ত সে৷ এ ছাড়া আর কোনও গৃহশিক্ষক ছিল না তার৷ তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সাধ্যমতো সাহায্য করেছেন৷ দেবশিখা যে ঘরে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছে, সেটিও টিনের চাল দেওয়া৷
advertisement
দেবশিখা ভবিষ্যতে গ্রামের মানুষের জন্য চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে৷ মাধ্যমিকে তৃতীয় হওয়ার পর বাড়িতে মিষ্টিমুখ চলছে৷ তার মধ্যেই দেবশিখা জানালো, 'খুব অন্যরকম অনুভূতি হচ্ছে৷ ভবিষ্যতে নিট-এ বসার ইচ্ছে রয়েছে, তার পর মেডিক্যাল নিয়ে পড়াশোনার পরিকল্পনা রয়েছে৷'
advertisement
বাবা উৎপাল প্রধান বলেন, 'আমার স্বপ্ন ছিল৷ আমার আর্থিক অবস্থা ভাল নয়৷ গৃহশিক্ষকতা করে সংসার চালাই৷ মেয়ে ভাল রেজাল্ট করে ডাক্তারি পড়তে পারলে আমার স্বপ্নপূরণ হবে৷'
দেবশিখার মা শম্পা মাইতি প্রধান বলেন, 'মা যা কষ্ট, পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে৷ কিন্তু আমিও ভাবিনি যে ও তৃতীয় হবে৷'
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022 Results: বাবা- কাকাই গৃহশিক্ষক, মাধ্যমিকে তৃতীয় ওড়িশা সীমান্ত ঘেঁষা গ্রামের দেবশিখা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement