#প্রবীর কুণ্ডু, কোচবিহার: মাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১৪ জন৷ তার মধ্যে একই স্কুল থেকে জায়গা করে নিল ৬ জন৷ এমনই নজির গড়ল কোচবিহারের দিনহাটার ঐতিহ্যবাহী এমএসএস উচ্চ বিদ্যালয়৷
এই খবর ছড়িয়ে পড়তেই দিনহাটা শহরজুড়ে খুশির হাওয়া৷ স্কুলের সাফল্য উদযাপনে মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেওয়া ছয় ছাত্রছাত্রীকে নিয়ে শোভাযাত্রা বের করা হল দিনহাটা শহরে৷
আরও পড়ুন: বন্ধুরা মজা করে বলত শিক্ষামন্ত্রী, মাধ্যমিকে অষ্টম বাঁকুড়ার ব্রাত্য বসু
স্কুল সূত্রে খবর, ঐতিহ্যবাহী এমএসএস উচ্চ বিদ্যালয় স্কুলের দুই ছাত্র দেবদত্ত কুণ্ডু এবং ধ্রবজ্যোতি সাহা ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে৷ ৬৮৭ নম্বর পেয়ে অনন্যা দেব এবং সৃজিতা মজুমদার সপ্তম স্থান অধিকার করেছে৷
এ ছাড়াও এই স্কুলের রনি বর্মন ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে৷ ৬৮৪ নম্বর পেয়ে স্কুলের ছাত্রী সায়ন্তিকা বর্মন মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান পেয়েছে৷
আরও পড়ুন: ১০ জুন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, দেখা যাবে নিউজ ১৮ বাংলায়
এ দিন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতে ওঠে স্কুলের বাকি পড়ুয়া এবং শিক্ষক- শিক্ষিকারা৷ মেধায় তালিকায় জায়গা করে নেওয়া ছয় ছাত্রছাত্রী ছিল শোভাযাত্রার একেবারে সামনে৷
স্কুলের প্রধান শিক্ষক আক্কাজ আলি জানান, 'বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবারের মাধ্যমিকে বেশ ভাল ফলাফল করেছে। বিগত বছরেও স্কুলের পড়ুয়ারা মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik 2022