SET Exam: কবে পাবেন সেটের অ্যাডমিট কার্ড? পরীক্ষার নিরাপত্তা নিয়ে নজিরবিহীন পদক্ষেপ কলেজ সার্ভিস কমিশনের

Last Updated:

আগামী ১৭ ডিসেম্বর রবিবার হতে চলেছে রাজ্যের সহকারী অধ্যাপক নিয়োগের ২৫তম এলিজিবিলিটি টেস্ট। পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে চলতি সপ্তাহ থেকেই।

কলকাতা: আগামী ১৭ ডিসেম্বর রবিবার হতে চলেছে রাজ্যের সহকারী অধ্যাপক নিয়োগের ২৫তম এলিজিবিলিটি টেস্ট। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম পত্রের পরীক্ষা সাড়ে ১১টা পর্যন্ত হবে।  বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে দ্বিতীয়পত্রের পরীক্ষা। অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে চলতি সপ্তাহ থেকেই। রাজ্যজুড়ে ২৩ টি জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে সেট-এ অংশগ্রহণ করবেন প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী।
গোপনীয়তা বজায় রাখতে এ বছর পরীক্ষা সংক্রান্ত সামগ্রীর গতিবিধি মোবাইল অ্যাপভিত্তিক জিপিএস প্রযুক্তিগত ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষা সংক্রান্ত সামগ্রী বিতরণকেন্দ্র থেকে পরীক্ষাকেন্দ্রগুলির কাস্টোডিয়ানের কাছে পৌঁছনো, সেখান থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো-সামগ্রিক গতিবিধির উপর নজরদারি করা হবে। পরীক্ষা সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখতে এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুত থাকতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলেই কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
এই সপ্তাহে সেট-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সেট-এর আবেদনকারীরা। পরীক্ষার্থীদের স্বার্থে তাঁদের নিজেদের জেলাতেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
প্রতিটি কেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে দু’জন করে অবজার্ভার থাকবেন। তাঁরা হবেন রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা আধিকারিক। ২৩টি জেলার জন্য ২৫ জন নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, পরীক্ষা নিয়ামকের মতো আধিকারিক বা কলেজের অধ্যক্ষ পদে থাকা ব্যক্তিরা।
advertisement
ইতিমধ্যেই সুষ্ঠুভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে কমিশনকে। পরীক্ষার দিন পরিবহন ব্যবস্থা সচল রাখার আবেদন জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব, পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল ও রাজ্যের পরিবহন দপ্তরে। বিদ্যুৎ সরবরাহ-সহ অন্যান্য জরুরি পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলিকে আবেদন জানিয়েছে কমিশন। পরীক্ষাকেন্দ্র হিসাবে নির্বাচিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সেট পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের (ইন-চার্জ) সঙ্গে পরীক্ষার ১৫ দিন আগে আগে বৈঠকে কী ভাবে সমগ্র পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SET Exam: কবে পাবেন সেটের অ্যাডমিট কার্ড? পরীক্ষার নিরাপত্তা নিয়ে নজিরবিহীন পদক্ষেপ কলেজ সার্ভিস কমিশনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement