Coast Guard Recruitment 2021|| ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নিয়োগ! কোথায়-কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন...

Last Updated:

Coast Guard Recruitment 2021: এখনও পর্যন্ত আবেদনের শেষ দিন প্রকাশ করা হয়নি। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

ভারতীয় কোস্ট গার্ডে নিয়োগ।
ভারতীয় কোস্ট গার্ডে নিয়োগ।
#নয়াদিল্লি: সম্প্রতি কোস্ট গার্ড রিজিয়নের হেডকোয়ার্টারসের (Coast Guard Region) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোস্ট গার্ড রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে joinindiancoastguard.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আবেদনের শেষ দিন প্রকাশ করা হয়নি। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদসংখ্যা 
ইঞ্জিন ড্রাইভার
সারং লাসকার
ফায়ার ইঞ্জিন ড্রাইভার
ফায়ারম্যান৫৩
সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার
মোটর ট্রান্সপোর্ট ফিটার
স্টোর কীপার গ্রেড ২
স্প্রে পেইন্টার
মোটর ট্রান্সপোর্ট মেকানিক
লাসকার
মাল্টি টাস্কিং স্টাফ
আনস্কিল্ড লেবার
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাকোস্ট গার্ড রিজিয়ন (Coast Guard Region)
পদের নামফায়ারম্যান ও অন্যান্য
শূন্য পদের সংখ্যা৯৬
কাজের স্থানমুম্বই, কোচি, মুরুড, জাঙ্গিরা, দমন, রত্নগিরি, কাভারাত্তি এবং গোয়া
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুকিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রম৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
আবেদনের শেষ দিনকিছু জানানো হয়নি
বিশদ নোটিসhttp://davp.nic.in/WriteReadData/ADS/eng_10147_3_2122b.pdf
advertisement
প্রার্থীদের নির্বাচনের পরে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতনক্রম ধার্য করা হয়েছে।
কাজের স্থান:
প্রার্থীদের মুম্বই, কোচি, মুরুড, জাঙ্গিরা, দমন, রত্নগিরি, কাভারাত্তি, গোয়া ইত্যাদি স্থানে নিয়োগ করা হবে।
advertisement
অনলাইনে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করার পর প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের নিজের স্বাক্ষর করা ফোটোকপি নির্দিষ্ট স্থানের প্রতিষ্ঠানে পাঠাতে হবে। সে ক্ষেত্রে সাধারণ পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর কথা বলা হয়েছে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Coast Guard Recruitment 2021|| ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নিয়োগ! কোথায়-কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement