দৃশ্যশ্রাব্য CCTV ফুটেজ! নতুন নিয়ম আসছে CBSE বোর্ডের স্কুলগুলিতে! জেনে নিন বিশদে

Last Updated:

CBSE new safety guidelines: প্রতিটি সিসিটিভিতে থাকতে হবে রিয়েল-টাইম অডিও-ভিডিও রেকর্ডিং ও অন্তত ১৫ দিনের ফুটেজ সংরক্ষণ করার ক্ষমতা। জানুন সিবিএসই বোর্ডের নতুন নিয়ম!

CBSE-র নির্দেশ: স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা, জারি নতুন নিয়ম
CBSE-র নির্দেশ: স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা, জারি নতুন নিয়ম
স্কুল এখন শুধু পড়াশোনার জায়গা নয়, নিরাপত্তা আর নজরদারির কড়া পরীক্ষার মঞ্চ। তাই ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রশ্নে এবার কোনও ঢিলেমি নয়। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এক ধাক্কায় বদলে দিল বিদ্যালয়ের নজরদারি নীতি। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে— এখন থেকে CBSE অনুমোদিত প্রতিটি স্কুলে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। শুধু ক্যামেরা বসালেই হবে না, প্রতিটা ফুটেজ কমপক্ষে ১৫ দিন সংরক্ষণ করতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আরও কড়া ব্যবস্থা নিল। ২০১৮ সালের অ্যাফিলিয়েশন বাই-ল’জের অধ্যায় ৪ (Chapter 4 – Physical Infrastructure)-এ পরিবর্তন করে এবার সমস্ত অনুমোদিত স্কুলে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল বোর্ড।
advertisement
advertisement
নতুন নির্দেশ অনুযায়ী স্কুলের যেসব জায়গায় সিসিটিভি বসানো বাধ্যতামূলক:
  • সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ
  • লবি ও করিডর
  • সিঁড়ি, শ্রেণিকক্ষ (classrooms), ল্যাবরেটরি এবং গ্রন্থাগার
  • ক্যান্টিন, স্টোররুম, খেলার মাঠ
  • অন্যান্য সাধারণ জায়গা (শৌচাগার এবং ওয়াশরুম এই তালিকার বাইরে রাখা হয়েছে)
  • advertisement
    প্রতিটি সিসিটিভি সিস্টেমে এমন স্টোরেজ ডিভাইস থাকতে হবে, যা কমপক্ষে ১৫ দিনের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে পারবে। একইসঙ্গে সেই রেকর্ডিংয়ের ব্যাকআপও রাখতে হবে, যা প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া যাবে।
    CBSE-এর স্পষ্ট বার্তা:
    সব অনুমোদিত স্কুলকে এই নিয়ম কঠোরভাবে মানতে হবে। নিয়মিত ক্যামেরা সিস্টেমের রক্ষণাবেক্ষণও করতে হবে। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    দৃশ্যশ্রাব্য CCTV ফুটেজ! নতুন নিয়ম আসছে CBSE বোর্ডের স্কুলগুলিতে! জেনে নিন বিশদে
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement