CBSE Board Exam Date: CBSE ২০২৬-এ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে শুরু? তারিখ জানিয়ে দিল CBSE, সম্পূর্ণ রুটিন দেখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Class 10, 12 Board Exams 2026: আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করল সিবিএসই।
কলকাতা: আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করল সিবিএসই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE)- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই শ্রেণীর পরীক্ষাই শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সম্পূর্ণ সময়সূচীও প্রকাশ করেছে সিবিএসই।
সময় সূচী দেখতে হলে এখানে ক্লিক করুন- অফিসিয়াল ওয়েবসাইট
ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) ২০২০ এর সুপারিশ অনুযায়ী, CBSE ঘোষণা করেছে যে ২০২৬ সাল থেকে, দশম শ্রেণীর পরীক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা দিতে হবে।
এক শিক্ষাবর্ষে ক্লাস ১০ শিক্ষার্থীদের জন্য দুটি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিসিয়াল ওয়েবসাইটে সিবিএসইর পক্ষ থেকে আরও জানান হয়েছে যে, প্রাথমিকভাবে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল তারিখ। তবে তখনও চূড়ান্ত দিনক্ষণ জানান হয় নি। তা প্রকাশ করা হল আজ, বৃহস্পতিবার। বোর্ড আরও উল্লেখ করেছে, “এই প্রথমবার যে CBSE পরীক্ষার প্রায় ১১০ দিন আগে চূড়ান্ত তারিখপত্র প্রকাশ করেছে, স্কুলগুলির দ্বারা প্রার্থীদের তালিকা (LOC) সময়মতো জমা দেওয়ার কারণে।”
advertisement
advertisement
CBSE announces that the examinations of both Class X and XII in 2026 will commence from 17.02.2026. In 2026, CBSE will conduct two Board examinations for Class X as per the recommendations made in NEP-2020. pic.twitter.com/um6Cic4rpp
— ANI (@ANI) October 30, 2025
advertisement
advertisement
পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন সেজন্য প্রতিটি বিষয়ের পরীক্ষার মধ্যে বেশ কিছুদিনের ফাঁক রেখেই করা হয়েছে রুটিন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2025 8:40 PM IST

