CBSE Exam 2024: থাকবে না ডিভিশন-শতাংশ বা অ্যাগ্রিগেট, দশম-দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য CBSE-র বড় ঘোষণা

Last Updated:

CBSE Exam 2024: কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা নিজেদের মতো করে পরীক্ষার্থীর মার্কস দেখে তার অ্যাগ্রিগেট নির্ণয় করবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বোর্ডের মূল্যায়নের নিয়মে বড় খবর। এবার থেকে মূল্যায়নে উল্লেখ থাকবে না ডিভিশন, পার্সেন্টেজ বা অ্যাগ্রিগেট। বোর্ডের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে এই নিয়মের কথা। সেক্ষেত্রে সেরা ৫ বিষয় বেছে নিতে হবে স্কুল ও কলেজকে।
উল্লেখ্য, সিবিএসই কখনই পার্সেন্টেজ ঘোষণা করে না পরীক্ষার্থীদের। তবে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে বিভ্রান্তি দূর করতে অনেকেই প্রশ্ন করেছিল সিবিএসই-কে। এরপর একটি নোটিশ জারি করে সিবিএসই জানায়, সিবিএসই-র পরীক্ষার সপ্তম অধ্যায়ের ৪০.১ (iii) উপধারায় স্পষ্ট করে বলা আছে সিবিএসই কোনও ডিভিশন, ডিস্টিংশন বা অ্যাগ্রিগেট দেয় না।
আরও পড়ুন: ‘বোমা রাখা আছে’, পর পর ১৫টি স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, দশমে কেউ যদি পাঁচটির বেশি বিষয় বেছে নিয়ে পরীক্ষা দেয়, তাহলে একাদশ শ্রেণিতে ভরতি হওয়ার সময় সংশ্লিষ্ট স্কুলকেই ‘সেরা ৫ বিষয়’ বেছে নিয়ে অ্যাগ্রিগেট মার্কস নির্ধারণ করতে হবে। দ্বাদশের ক্ষেত্রেও বিষয়টা একই রকমের হবে। সেই ক্ষেত্রে কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা নিজেদের মতো করে পরীক্ষার্থীর মার্কস দেখে তার অ্যাগ্রিগেট নির্ণয় করবে।
advertisement
লক্ষাধিক শিক্ষার্থী আসন্ন বোর্ড পরীক্ষার দিনক্ষণ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে সিবিএসই বোর্ডের তরফে এখনও কোনও দিন জানানো হয়নি। পরের বছর লোকসভা ভোটের আবহে ফেব্রুয়ারিতে ক্লাস ১০ এবং ১২-এর বোর্ডের পরীক্ষা শুরু হতে পারে। প্রায় ২ মাস ধরে এই পরীক্ষা চলবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Exam 2024: থাকবে না ডিভিশন-শতাংশ বা অ্যাগ্রিগেট, দশম-দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য CBSE-র বড় ঘোষণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement