Railway Recruitment Board: রেলওয়েতে দশম শ্রেণি পাশদের জন্য বড় নিয়োগ! ২২ হাজারের বেশি পদে আবেদন শুরু, কবে থেকে জানুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Railway Recruitment Board গ্রুপ ডি-তে ২২ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, দশম পাশ ও আইটিআই প্রার্থীরা ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখা দশম শ্রেণি পাশ যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। প্রায় ২২ হাজার গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Railway Recruitment Board (RRB)। দশম শ্রেণি বা আইটিআই পাশ প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হচ্ছে ২১ জানুয়ারি থেকে, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
RRB সূত্রে জানানো হয়েছে, দেশজুড়ে বিভিন্ন রেলওয়ে জোনে শূন্য থাকা গ্রুপ ডি পদে এই নিয়োগ করা হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার যুবক-যুবতী এবং আর্থিক বা অন্যান্য কারণে দশমের পর পড়াশোনা চালিয়ে যেতে না পারা প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ। এই নিয়োগে ট্র্যাক মেইনটেনার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
advertisement
advertisement
নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে। চারটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে, পরীক্ষার সময় ৯০ মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, ভুল উত্তরের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এরপর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
advertisement
যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকলেও আবেদন করা যাবে। বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় মিলবে।
আবেদন ফি হিসেবে সাধারণ ও ওবিসি প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। এসসি, এসটি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা। পরীক্ষায় অংশ নিলে আবেদন ফি-র একটি অংশ ফেরত পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
advertisement
আবেদন করতে হলে প্রথমে RRB-র অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যেতে হবে। হোমপেজে দেওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে। নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। সব তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করার পর কনফার্মেশন পেজের প্রিন্টআউট রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 1:30 PM IST









